লকডাউনে ছোট্ট লক্ষ্যকে আইস-কিউব পেইনটিং শেখালেন তুষার কাপুর

ছেলের স্কুলে দেওয়া সমস্ত প্রজেক্টও তুষার বাড়িতে নিজের হাতে লক্ষ্য-কে শেখাচ্ছেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 22, 2020, 03:33 PM IST
লকডাউনে ছোট্ট লক্ষ্যকে আইস-কিউব পেইনটিং শেখালেন তুষার কাপুর

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে ছেলে লক্ষ্য-কে নিয়েই কেটে যাচ্ছে তুষার কাপুরের। লকডাউনেও নিয়মিত অনলাইন ক্লাস করছে ছোট্ট লক্ষ্য। একা হাতেই ছেলের সমস্ত দায়িত্ব পালন করছেন তুষার। ছেলের স্কুলে দেওয়া সমস্ত প্রজেক্টও তুষার বাড়িতে নিজের হাতে লক্ষ্য-কে শেখাচ্ছেন।

সম্প্রতি, স্কুলের অ্যাসাইনমেন্টে লক্ষ্য কাপুরকে আইসকিউব পেইনটিং করতে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে করা যায় সেই আইস কিউব পেইনটিং? সেটাই ছেলেকে নিজের হাতে শেখালেন অভিনেতা তুষার কাপুর। প্রথমে সবজি দিয়ে বানানো রং দিয়ে আইস কিউব বানানো, তারপর সেটা দিয়ে হল পেইনটিং। ছেলে লক্ষ্যেকে শেখানো আইসকিউব পেইনটিং-এর সমস্ত প্রক্রিয়া ভিডিয়ো করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তুষার।

আরও পড়ুন-লকডাউনের মধ্যেই মা হতে চলেছেন, 'গোদ ভরাই' অনুষ্ঠানে 'কুসুম' অভিনেত্রী রুচা গুজরাটি

 

তবে শুধু ছবি আঁকাই নয়, কখনও বই পড়ে শোনানো কখনও আবার ৪ বছরের লক্ষ্যর সঙ্গে খেলাধূলা সব দায়িত্বই সামলাচ্ছেন তুষার কাপুর।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Like growing up in the 80s! On your marks...get set...go! Locking down #covıd19 Instead

A post shared by Tusshar (@tusshark89) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

The perils of trying to home school, while in lockdown! #wednesday

A post shared by Tusshar (@tusshark89) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Friday..Warm ups! I guess we are learning the art of adaptation ! Good morning

A post shared by Tusshar (@tusshark89) on

প্রসঙ্গত, ২০১৬ সালে ১ জুন সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের বাবা হন তুষার কাপুর। ছেলের নাম রাখেন লক্ষ্য। তারপর থেকে একা হাতে বাবা-মা দুই দায়িত্বই পালন করছেন তুষার কাপুর।

আরও পড়ুন-আমিরের বাড়ি ছেড়ে মায়ের কাছে গিয়ে থাকছেন সঞ্জিদা! বিবাহবিচ্ছেদের পথে জনপ্রিয় দম্পতি?

.