নিজস্ব প্রতিবেদন : মা হতে চলেছেন Zee বাংলার 'করুণাময়ী রাণী রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) খ্যাত অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। ধারাবাহিকে 'মা ভবতারিণী'র চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। জানা যাচ্ছে, তনুশ্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই  'মা ভবতারিণী'র ভূমিকায় দর্শকদের মনে জায়কা করে নিয়েছিলেন তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তনু্শ্রী আপাতত কাজ থেকে বিরতি নিতে চলেছেন। তাই খুব শীঘ্রই  'করুণাময়ী রাণী রাসমণি' (Karunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে বদলে যাবে  'মা ভবতারিণী'র মুখ। তবে তাঁর জায়গায় ঠিক কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন-দক্ষিণেশ্বর কালী মন্দিরে সপরিবারে পুজো দিলেন Kajal Aggarwal



অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)-র স্বামী শমীক বোসও টলিপাড়ায় বেশ পরিচিত। শমীক বোস পেশায় পরিচালক।



প্রসঙ্গত, Zee বাংলার 'কি করে বলব তোমায়' ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ভট্টাচার্য।  


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)