নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকমাস ধরেই বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে ভিকি কৌশলের সঙ্গে ক্যটরিনা কাইফের বিয়ে খবর। যদিও এবিষয়ে এক্কেবারেই মুখে কুলুপ এঁটেছেন ভিকি-ক্যাটরিনা দুজনেই। বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা শুরু হয়, ভিকি ও ক্যাটরিনা অনিল কাপুরের দেওয়া দিওয়ালি পার্টি ছেড়ে হঠাৎ বেরিয়ে গেলে। পরে তাঁদেরকে এক বন্ধুর দিওয়ালি পার্টিতে দেখা যায় ভিকি-ক্যাটরিনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও বেশকিছুদিন আগে ভিকিকে তাঁর সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এক্কেবারেই রটনা বলে উড়িয়ে দেন ভিকি। তিনি বলেন, কখনও ক্যাটরিনা, কখনও কিয়ারা, তো কখনও অন্যজনের সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। এবিষয়ে মুকে কুলুপ এঁটেছেন ক্যাটরিনাও। তবে তাঁরা বিষয়টি যতই এড়িয়ে যান না কেন, সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ডিনার ডেটের ছবি। যেখানে ক্যাটরিনাকে ফ্লোরাল প্রিন্টেড ছোট পোশাকে দেখা যাচ্ছে। আর ভিকিকে সাধারণ জিন্স আর টি-শার্টে। আর দুজনের পায়েই ছিল সাদা স্নিকার। হোটেলের রাঁধুনির সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা ক্যাটরিনা ও ভিকিকে। 


আরও পড়ুন-বিয়ের সাজে ছোট্ট বিপাশা, অভিনেত্রীর ছেলেবেলার ছবি ভাইরাল



আরও পড়ুন-গুড নিউজ! ২৭ ডিসেম্বর একইসঙ্গে মা হচ্ছেন কিয়ারা-করিনা


ভিকির ফ্যান ক্লাবের তরফেই এই ব্যক্তিগত ছবি ফাঁস করা হয়েছে। এদিকে ভিকি-ক্যাটরিনার প্রেমের খবরে কিছুটা ইঙ্গিত দিয়েছেন নেহা ধুপিয়া। র‌্যাপিড-ফায়ার রাউন্ডে নেহাকে বলা হয়, যদি বিষয়টা সত্যি হয় তাহলে চোখের পলক একবার ফেলতে হবে। আর যদি মিথ্যে হয় তাহলে দুবার চোখের পলক ফেলতে হবে। আর এক্ষেত্রে 'ভিকি ক্যাটরিনার সঙ্গে গোপনে ডেট করছেন'। একথার সাপেক্ষে দুবার চোখের পলক ফেলেন নেহা। তাই এক্ষেত্রে ধরা যেতে পারে ভিকি-কৌশলের ডেট করার খবর ভুল। অন্যদিকে সম্প্রতি ভিকির প্রেমের বিষয়ে ইঙ্গিত দিয়ে রাধিকা আপ্তে সম্প্রতি বলেন, ''ভিকি ভীষণই সুন্দর একটি মহিলার সঙ্গে প্রেম করছেন। তার অবশ্যই সামনে আসা উচিত।'' খুব সম্ভবত রাধিকার এই ইঙ্গিত ছিল দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনের দিকে। মালবিকার সঙ্গেও ভিকির সম্পর্কের একটা গুঞ্জন শোনা যাচ্ছে বি-টাউনে।