ওয়েব ডেস্ক: অবনমনের খাঁড়ার নীচ থেকে ফিরে আই লিগ চ্যাম্পিয়ন । ভারতীয় ফুটবলে স্বপ্নের উত্থান।আর এক কবীর খানের জন্ম। পাহাড়ের দল আইজল এফসি  ভারতের লেস্টার সিটি হয়ে ওঠার নেপথ্য নায়ক  খালিজ জামিল। মুম্বই থেকে পাহাড়ে গিয়ে কাজ করেছেন নিঃশব্দে। এবার  সেই খালিদকে নিয়েই একটা সিনেমা তৈরি হতে হলেছে। ভারতীয় ফুটবলে এই দৃশ্য নিঃসন্দেহে বিরল। যেখানে এক ফুটবল কোচের সাফল্যকে তুলে ধরা হবে বড় পর্দায়। ছবির নামও তৈরি। জিরো থেকে হিরো । খালিদের কোচিং কেরিয়ারের গ্রাফও ঠিক তেমনই।  এই ছবিতে খালিদের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন। কটকে যখন দল নিয়ে ফেড কাপ খেলতে ব্যস্ত আই লিগ জয়ী কোচ তখন তার কাছে এই খবর এসে পৌছেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দ্বিতীয় সপ্তাহের শেষে কত কোটির ব্যবসা করল ‘বাহুবলী ২’?


আই লিগ জিতে ইতিহাস সৃষ্টি করার পরও বিশেষ উচ্ছ্বাসপ্রকাশ করেননি। এমনিতেও বেশি কথা বলেন না। তাকে নিয়ে ছবি হচ্ছে শুনে খালিদের মুখে হাসি। বাস,ওই পর্যন্তই। কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার সবচেয়ে প্রিয়। তবে এই বয়সে বিগ বির পক্ষে তার ভূমিকায় অভিনয় করা সম্ভব নয় সেটা জানেন খালিদ। আই লিগের সাফল্যের পরও মাটিতে পা রেখে চলতে চান খালিদ। আইজলের কোচের চেয়ারে বসে জিততে চান আরও ট্রফি। তবে এরই মধ্যে তাকে নিয়ে সিনেমা খালিদকে নিয়ে গেল অন্য পর্যায়।


আরও পড়ুন  চিনে আমির খানের দঙ্গল ১০০ কোটি টাকার ব্যবসা করার মুখে