ওয়েব ডেস্ক: সামনেই TOIFA অ্যাওয়ার্ড। দু'দিন আগেই তাই দুবাই পৌঁছে গিয়েছেন কিং খান। গতকাল এই একই কারণে দুবাইয়ে এসে পৌঁছেছেন 'সুলতান'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OMG! বিমানবন্দরে সলমনের সঙ্গে ওটা কে? এ তো বলিউডের জেন্টলম্যান, আমির খান। তবে কি শেষ হল আমিরের 'বনবাস'? এর থেকেও বড় প্রশ্ন, TOIFA অ্যাওয়ার্ড কি তবে এক ছাতার তলায় আনতে চলেছে বলিউডের খান সম্রাজ্যকে?


খানদের নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাই যখন একই সঙ্গে প্রায় একই সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল বলিউডের ৩ খানকে, সঙ্গে সঙ্গে মনের কোণে উঁকি মারল একটা প্রশ্ন। প্রশ্নের 'প্লট'ও তৈরি। TOIFA-র মঞ্চে  কি এক ফ্রেমে দেখা যাবে ৩ খানকে? যদিও বিমানবন্দরের পরে তিন জনের গন্তব্য যে একই সে বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। পরে TOIFA-র ভেনুতে 'বাদশা' আর 'সুলতান' কে পারফরম্যান্সের প্রস্তুতি নিতে দেখা গেলেও প্রাত্যাশা মতোই কোথাও দেখা যায়নি আমিরকে। তাই তিন খানকে এক ফ্রেমে দেখা যাবে কিনা তা এখনও পর্দার আড়ালেই। অবশ্য 'সারপ্রাইজ' তো এমনই হয়।