করোনা মোকাবিলায় এবার `ফ্লোরে` নামলেন হিরণ
চালু হল বিধায়কের হেল্পলাইন, তৈরি হল `কুইক রেসপন্স টিম`ও।
নিজস্ব প্রতিবেদন: এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন নয়, এই প্রশ্ন উঠছে খড়্গপুর সদরের বিধায়ককে কেন্দ্র করে। করোনার এই ভরা জোয়ারে আসলে তাঁকে কিছুদিনের জন্য সামনের সারিতে দেখা যাচ্ছিল না। তবে এবার করোনা মোকাবিলায় কোমর বেঁধে রেলশহরে নেমে পড়লেন খড়গপুরে বিজেপির বিধায়ক তথা টলি-হিরো হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: এবার মেদিনীপুরের বিধায়ক জুন খুললেন কমিউনিটি কিচেন
হিরণ (Hiran) বিধায়ক হেল্পলাইন চালু করলেন। তৈরি হল 'কুইক রেসপন্স টিম'ও। করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকবে অক্সিজেন (Oxygen), খাওয়া-দাওয়ার ব্যবস্থা। গরিব ও মেধাবীদের বিনামূল্যে চিকিত্সা পরিষেবা দেবে বিধায়কের এই কুইক রেসপন্স টিম।
রাজনীতি বা ধর্ম না দেখে এই করোনা-অতিমারীতে সকলকে একজোট হয়ে লড়ার আহ্বানও জানান খড়গপুর (kharagpure) সদরের বিধায়ক।
আরও পড়ুন: নিজের অফিসকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করলেন দেব, শুরু করলেন অ্যাম্বুলেন্স পরিষেবাও