নিজস্ব প্রতিবেদন : মিলান থেকে অপহরণ করে যৌনদাসী হিসেবে বিক্রি করার চেষ্টা করা হল এক মডেলকে। কোনওক্রমে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়ে, তিনি যখন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন, তখন চোখ ছানাবড়া হয়ে যায় অন্যদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নিজের জীবনের এক সত্যি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা 


রিপোর্টে প্রকাশ, ফটোশুটের নাম করে কোলে এলিন নামে এক মডেলকে প্রথমে একটি স্টুডিওতে ডাকা হয়। এরপর ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় তাঁকে। এরপরই শুরু হয় কোলেকে যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়ার চেষ্টা। অজ্ঞান করার পর একটি বড় বাক্সে ভোরে তাঁকে গাড়িতে তোলা হয়। একটি গোলাপী রঙের শুট এবং মোজা পরিয়ে হাত-পা বেঁধে দেওয়া হয় ওই মডেলের।  জ্ঞান ফেরার পর বুঝতে পারেন, তাঁর হাত-পা শক্ত করে বাঁধা। এবং, মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মাত্র বাক্সের একটি ফাঁক দিয়ে তাঁর নিঃশ্বাস চলতে শুরু করে। 


আরও পড়ুন : প্রভাসকে বিয়ে করবেন না, স্পষ্ট জানালেন অনুষ্কা


মিলান থেকে উত্তর ইতালির একটি গ্রামে নিয়ে যাওয়া হয় কোলেকে। এরপর ২০ কোটিতে তাঁকে বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু, এসবের মাঝে গোটা বিষয়টি পুলিসের কানে চলে যায়। উত্তর ইতালির তল্লাসি চালিয়ে এরপর কোলেকে উদ্ধার করে পুলিস।