নিজস্ব প্রতিবেদন: পর্দায় যেমন তাঁর জনপ্রিয়তা, সেরকমই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কোয়েল মল্লিক(Koel Mallick)। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ লক্ষ, ফেসবুকে ১৩ লক্ষ, টুইটারে ১৪ লক্ষ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানান জিনিস আপলোড করেন কোয়েল। কখনও তাঁর ছবির খবর, কখনও মডেলিংয়ের ছবি, কখনও আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সেই উপলক্ষে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তাঁর কিছু গোপন তথ্য। 


প্রশ্ন: কোয়েলের ফেভারিট সোশ্যাল সাইট?


কোয়েল: এখন, ইনস্টাগ্রাম


প্রশ্ন: প্রথম কী টুইট করেছিলেন?


কোয়েল: ২০১১ সালে পাগলুর শুটিংয়ের সময় আমার প্রচন্ড কনজাংটিভাইটিস হয়েছিল, আমি ভেবেছিলাম সেটাই আমি প্রথম টুইট করব। 


প্রশ্ন: কেন জয়েন করেছিলেন সোশ্যাল মিডিয়ায়?


কোয়েল: কারণ, আমি সবার সঙ্গে যোগাযোগ রাখতে চাই আর এর চেয়ে ভালো যোগাযোগের মাধ্যম আর কী হতে পারে? 


সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন করেন নায়িকা। 


আরও পড়ুন: Electric Bill Fraud: ইলেকট্রিক বিলে প্রতারণা, লক্ষাধিক খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)