নিজস্ব প্রতিবেদন : 'বাটলা হাউস' -এ 'ও সাকি ও সাকি'-তে কোমর দুলিয়েছেন নোরা ফতেহি। 'মুসাফিরের' ওই গানে নোরার নাচ দেখে, সোশ্যাল সাইটে জোর জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু নোরা যতই 'ও সাকি'-তে কোমর দুলিয়ে ভক্তদের প্রশংসা পান না কেন, ইন্দো-মরোক্কান অভিনেত্রীর নাচে খুশি হননি কোয়েনা মিত্র। শুধু তাই নয়, মুশাফিরে কোয়েনা যেভাবে 'ও সাকি'-তে কোমর দুলিয়ে জাদু দেখিয়েছেন, তা অন্য কারও পক্ষে সম্ভব নয় বলেও মনে করেন দর্শকদের একাংশ। এবার সেই কোয়েনা মিত্র হাজির হন বিগ বস-এর ঘরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  লক্ষ্মীর আরাধনা, দেখুন টেলিভিশনের জনপ্রিয় জুটি জিতু-নবনিতার বাড়ির পুজোর ছবি




বিগ বস ১৩-র ঘরে কোয়েনা যখন হাজির হন, ও সাকি-তে তিনি কোমর দোলাবেন না, তা কি হয়? বিগ বস ১৩-র ঘরে নওয়াজউদ্দিন সিদ্দিকি যখন অতিথি হিসেবে হাজির হন, সেই সময় তাঁর সামনে 'ও সাকি'-র ধুনে কোমর দোলাতে দেখা যায় কোয়েনা মিত্রকে। বসের ঘরে কোয়েনা মিত্রের সেই নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে।