ওয়েব ডেস্ক: প্রথম দিন থেকেই হরেকরকম পসরা কলকাতা ফিল্মোত্‍সবে। আদুর গোপালকৃষ্ণণের ছবি থেকে মোহন আগাসের বক্তৃতা, জমজমাট উত্‍সব সন্ধ্যা। ছিল উত্তমকুমারের বিশেষ ছবি প্রদর্শনীও।


সিনেমা ফর অল, অল ফর সিনেমা এটাই ছিল ২২ তম কলকাতা চলচ্চিত্র উত্‍সবের মূল লক্ষ্য।কিংবদন্তী পরিচালক আদুর গোপালকৃষ্ণণের ছবিও দেখতে হাজির হয়েছিলেন নানা স্তরের সিনেমাপ্রেমীরা। দর্শকের ঢল নামল সত্যজিত্‍ রায় স্মারক বক্তৃতাতেও। বক্তা মোহন আগাসে।সেই মগনলাল মেঘরাজ কিন্তু সত্যজিতের এমন দিক তুলে ধরলেন যা সত্যিই ছিল অনবদ্য।পাশাপাশি গগনেন্দ্র প্রদর্শশালায় ছিল উত্তমকুমারের বিশেষ ছবি প্রদর্শনী।উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়, নিমাই ঘোষ প্রমুখ।নস্টালজিয়ার ছোঁয়া লাগল উত্‍সব সন্ধ্যায়। অন্যদিকে জমে উঠল আড্ডা। ইন্দ্রনীল সেনের সঞ্চালনায় বক্তার আসনে অনুপ ঘোষাল। তবে এদিনের সবচেয়ে বড় আকর্ষণ শঙ্কর মুদি ছবির প্রথম স্ক্রিনিং কলকাতা চলচ্চিত্র উত্‍সবের বেঙ্গলি প্যানোরামায়।