রণিতা গোস্বামী:  প্রায় ২০ বছর ধরে একটু একটু করে স্বপ্নের জাল বুনেছিলেন। তবে স্বপ্ন অধরাই ছিল। অবশেষে স্বপ্নপূরণ হল মুর্শিদাবাদের মেয়ে, কৃষ্ণনগরের বৌমা, বর্তমানে কলকাতার বাসিন্দা রুণা সাহার। শুক্রবার অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি থেকে ২৫ লক্ষ টাকা জিতে নিয়েছেন রুণা। স্বপ্ন পূরণে উচ্ছ্বসিত রুণা, কথা বললেন Zee ২৪ ঘণ্টা ডট কমের সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রুণা সাহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, '' ২০০০ সালে যখন প্রথম KBC শুরু হয় তখন থেকেই দেখতাম। যদিও আমার তখন কেবল কানেকশন ছিল না। পাশের একটি বাড়িতে আমি ও আমার স্বামী KBC দেখতে গিয়েছিলাম। আমারা দুজনেই অমিতাভ বচ্চনের বড় ভক্ত। তখন থেকেই শুরু হয়েছিল স্বপ্নের জাল বোনা। অনেক বছর ধরে আমি চেষ্টা করেছি KBCতে যাওয়ার, কিন্তু হয়নি। এবছর শুরুর দিকে প্রথম IVR ফোন পাই। তবে কাউকে জানাই নি, শুধু মেয়েকে বলেছিলাম। তারপর কোভিড পরিস্থিতির কারণে আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তবে জুলাই মাসে ইন্টারভিউয়ের জন্য ফোন আসে, তখন আমি আমার স্বামীকে জানাই। এরপর বাড়ি থেকেই ভিডিয়ো কলে অডিশন হয়। অগস্টের শেষের দিকে আমি মুম্বইয়ে যাচ্ছি, ওনারা নিশ্চিত করেন। তখন মা ও দাদাকে জানিয়েছিলাম। সেপ্টেম্বরের শেষের দিকে হয় শ্যুটিং হয়েছিল। গতকাল (শুক্রবার) যে এপিসোডটি দেখানো হয়েছে, সেটি ২৮ সেপ্টেম্বর শ্যুট হয়। পুরো বিষয়টিতেই আমাকে আমার স্বামী গৌতম সাহা, মেয়ে দেবশ্রীতা সাহা এবং পরিবারের সকলেই ভীষণ উৎসাহ দিয়েছেন।''


আরও পড়ুন-দুগ্গা এলো: পূর্বসূরীদের পথে হেঁটে পুজোয় নতুন গান গেয়ে খুশি আকৃতি কক্কর



আরও পড়ুন-দিল্লি নয়, পঞ্জাবে বসছে বিয়ের আসর, ভাইরাল রোহনপ্রীত-নেহা কক্করের বিয়ের কার্ড



আরও পড়ুন-২১ বছর পার, বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা নেনে ও মাধুরীর


রুণার কথায়, ''আমি ২৫ লক্ষ টাকা জেতার পর ৫০ লক্ষ টাকার খেলার জন্য আর ঝুঁকি নিই নি। তবে ৫০ লক্ষ টাকার প্রশ্নটিতেও আমি সঠিক উত্তরই দিয়েছিলাম। তাই একটু আফসোস হচ্ছে। আমি মুর্শিদাবাদের মেয়ে, আমি KBC জেতায় ওখানকার মানুষ ভীষণ খুশি। আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর, তবে বহুবছর হয়ে গেল আমি বেহালার শকুন্তলা পার্কের বাসিন্দা। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার প্রতিবেশী নন, তবে খুূব কাছেই থাকেন। মুর্শিদাবাদের পাশাপাশি কৃষ্ণনগর, কলকাতার মানুষও আমার এই জয়ে খুব খুশি।''


রুণা আরও জানান, বর্তমানে তাঁর ছোট্ট একটি শাড়ির ব্যবসা। জিতে নেওয়া ২৫ লক্ষ টাকা দিয়ে নিজের ব্যবসা আরও বড় করতে চান রুণা সাহা।