জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগে এবার কলকাতার রাস্তায় গানের সুরে পুজোর আমেজ। কখনও ঢাকের বোলে, পুরুলিয়ার ছৌয়ের দুর্গার ঝকমকে চোখ ধাঁধানো নৃত্যের সঙ্গে ধামসা, ঢোল, সানাইয়ের সুরে পুজোর আগমনের বার্তা, কখনও আবার বীরভূমের বহুরূপী শিল্পীদের দুর্গার অকাল বোধন পালা, মেদিনীপুরের পটশিল্পীদের আঁকা দুর্গা পটের গান, আবার ব্যান্ড পার্টির বাজনাতে ভেসে উঠবে পুজোর সুর। পথ শিল্পীদের দুর্গা বন্দনা এবছরের কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভালের আকর্ষণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Tv Actress: ‘আমার বেবির সঙ্গে পরিচয় করুন’, একরত্তির সঙ্গে ছবি পোস্ট মিষ্টির...


সঙ্গীত মানবজাতির একটি সর্বজনীন ভাষা। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, নদীর কুলকুল ধ্বনি, মন্দিরের পবিত্র সঙ্গীত, মসজিদের আজান সব মিলিয়ে সঙ্গীত সর্বত্রই বিদ্যমান। গ্রামের পথশিল্পীদের ভোরবেলা ভক্তিমূলক গান, বিয়ের অনুষ্ঠান বা ধর্মীয় উৎসব উদযাপনে ব্যান্ড পার্টির মিউজিশিয়ানদের বাজনা যাদের অন্যতম প্রধান মঞ্চ হিসেবে পথকেই বিবেচনা করা যেতে পারে।শহরের শিল্পীদের মধ্যে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ছাত্রীদের কন্ঠে আগমনী গান, চন্দ্রিমা ভট্টাচার্যের কন্ঠে পুজোর গান, তরুণ স্ট্রিট মিউজিশিয়ানদের পারফর্মেন্সে পুজোর গন্ধ বাতাসে ভেসে পুজোর প্রিলিউড তৈরি করবে।


পার্ক স্ট্রিটের বাঁশি বিক্রেতা মহম্মদ ইব্রানের বাঁশিতে বেজে উঠবে পুজো মন্ডপে বেজে ওঠা ফেলে আসা দিনের গান।তরুণ গোস্বামীর শিস্ ধ্বনিতে স্বর্ণযুগের পুজোয় প্রকাশিত গানের সুর। কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভাল সিজন ফোরের আয়োজন ও পরিকল্পনায় সুদীপ্ত চন্দ, সহযোগিতায় সোমা দাস, অনন্যা পাল, সুরজিৎ কালা। আগামী ২৯ সেপ্টেম্বর,২০২৩, দুপুর বারোটা থেকে সাদার্ন আ্যভেনিউতে পথ সঙ্গীতের বাৎসরিক উৎসবে মেতে উঠবে শহর কলকাতা।


আরও পড়ুন- Anupam Kher On Dev: ‘হিন্দিতেও মুক্তি পাবে বাঘা যতীন’ দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের...


এই অনুষ্ঠানের মূল আয়োজক দ্য ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ জানালেন, "এটি সেইসব সঙ্গীতশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাঁরা রাস্তায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এটি অবশ্যই একটি ভিন্ন ধরনের সঙ্গীতের উৎসব, বরং এটিকে সঙ্গীতের মাধ্যমে জীবনের উদযাপন হিসাবেও বিবেচনা করা যেতে পারে।এবছর দুর্গা পুজোর আগমনীর সুর বেঁধে দেবে এই পথ সঙ্গীতের উৎসব।"



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)