‘ভয় পেয়েই ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে একজোট তারকারা’, লিখলেন Konkona Sen Sharma
‘ভয় পেয়েই ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে একজোট তারকারা’
নিজস্ব প্রতিবেদন: ভারতের কৃষক আন্দোলন নিয়ে খোলস ছেড়ে বেরিয়ে তারকাদের একজোট হওয়ার বিরোধিতা যাঁরা করছেন, তাঁদের নিয়েই এবার টুইট করলেন অভিনেতা কঙ্কনা সেনশর্মা। টুইট করলেন? কী লিখলেন?
দেশে মাসখানেকের বেশি ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে রিহানা ও গ্রেটা থানবার্গের টুইট নিয়ে কেঁপে উঠেছে দেশ।পরিস্থিতি এমনই ঘোরালো হয়ে ওঠে যে, নতুন দুটি হ্যাশট্যাগ #IndiaUNited আর #IndiaAgainst Propaganda নিয়ে মাঠে নেমে পড়তে হয় সচিন তেন্ডুলকর থেকে লতা মঙ্গেশকর, অক্ষয় কুমারদেরও।
সবথেকে বেশি বিরুপ প্রতিক্রিয়ার মুখে পড়েন সচিনই। এরপর অমিত ভার্মা নামে এক ব্যক্তি টুইটারে প্রশ্ন করেন, ‘আমাদের দেশের তারকারা কি গাজরের জন্য নাকি অন্য হাতের লাঠিটার জন্য এমন আচরণ করেন? আরও স্পষ্ট করে বলতে চাই যে, আমাদের দেশের তারকারা যে পরিমাণে ধনী, তাতে তাঁরা ঘুষ নেন বলে তো মনে হয় না, তাহলে কি ভয় পেয়েই এমন কাণ্ড করে থাকেন? আশা করব, ইন্ডাস্ট্রির ভিতরের কেউ আমার প্রশ্নের উত্তর দেবেন।’ অমিতের এই প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত টুইট কঙ্কনা সেনশর্মার। ছোট টুইট, কিন্তু তীক্ষ্ণ। লিখলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ভয়ই কাজ করে’।