Koushani Mukherjee: দূরত্বের গুজব উড়িয়ে জিয়াগঞ্জে জোড়াফুলে কৌশানী, সঙ্গী সোহম-সৌরভ...
Koushani Mukherjee: তৃণমূল কংগ্রেসের প্রথম তিন দফার স্টার ক্যাম্পেনার বা তারকা প্রচারকদের তালিকায় নাম ছিল না কৌশানী মুখোপাধ্যায়ের। এরপরেই শোনা যায় যে দলের থেকে দূরত্ব তৈরি হয়েছে নায়িকার। তবে এবার সেই জল্পনা উড়িয়ে চতুর্থ দফার তারকা প্রচারকদের তালিকায় যুক্ত হল অভিনেত্রীর নাম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৭ই মে মুর্শিদাবাদ(Murshidabad) লোকসভা কেন্দ্রে নির্বাচন। ইতোমধ্যেই নানা রাজনৈতিক দল শুরু করেছে জোর কদমে প্রচার। বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী আবু তাহের খানের(Abu Taher Khan) সমর্থনে জিয়াগঞ্জ(Jiagunj) শহরে নির্বাচনী রোড শো করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, যাঁরা একই সঙ্গে তৃণমূলের মুখ অভিনেতা সোহম চক্রবর্তী(Soham Chakraborty), কৌশানী মুখোপাধ্যায়(Koushani Mukherjee) এবং সৌরভ দাস(Saurav Das)। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খান, তৃণমূলের রাজ্য সম্পাদিকা শাওনি সিংহ রায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।
আরও পড়ুন- Kanchan-Kalyan: দলের কাঞ্চন দূরে, দলবদলু প্রবীরকে নিয়ে প্রচারে কল্যাণ...
তৃণমূল কংগ্রেসের প্রথম তিন দফার স্টার ক্যাম্পেনার বা তারকা প্রচারকদের তালিকায় নাম ছিল না কৌশানী মুখোপাধ্যায়ের। সেখান থেকেই তৈরি হয়েছিল জল্পনা যে হয়তো দলের থেকে দূরত্ব তৈরি হয়েছে নায়িকার। তবে এবার চতুর্থ দফার তারকা প্রচারকদের তালিকায় যুক্ত হল অভিনেত্রীর নাম। শুধু তাই নয়, প্রচারে নেমে পড়েছেন কৌশানীও। বৃহস্পতিবার জিয়াগঞ্জে দেখা গেল অভিনেত্রীকে। হেলিকপ্টারে জিয়াগঞ্জে যান সোহম, সৌরভ ও কৌশানী। তারপর কখনও গাড়িতে, কখনও হুডখোলা
রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ১৩ মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে নির্বাচন। চতুর্থ দফার নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, হেভিওয়েট প্রার্থীও রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় কাদের নাম থাকে, সেই দিকে সব নজর ছিল। চতুর্থ দফার জন্য তৃণমূল ৪০ জন তারকা প্রচারের নাম সামনে এনেছে।
আরও পড়ুন- Dev| Mamata Banerjee: 'দেব ছেড়ে যেতে চাইলেও ছাড়ব না' সাফ জানিয়ে দিলেন মমতা...
সেই ৪০জন তারকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, মানসরঞ্জন ভুঁইয়া, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, সিদিকুল্লাহ চৌধুরী, দীপক অধিকারী (দেব), ডা. শশী পাঁজা, সামিরুল ইসলাম, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, মনোজ তিওয়ারি, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, অরূপ চক্রবর্তী, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সি, জয়প্রকাশ মজুমদার, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস ও কৌশানী মুখোপাধ্যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)