নিজস্ব প্রতিবেদন : সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু হয় ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম কিংবদন্তি, তথা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কারিগর রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যুর কথা সংবাদমাধ্যমকে জানান তাঁর বড় ছেলে রণধীর কাপুর। তিনি জানান, '' আজ ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যু হয়েছে। যেজন্য বার্ধক্য অন্যতম কারণ। তাঁর মৃত্যুতে কাপুর পরিবারে এখন শোকের আবহ। ''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা বিশ্বের দরবারে কৃষ্ণা কাপুর যে ভীষণই খ্যাতনামা কেউ ছিলেন তেমনটা নয়। তবে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কারিগত, কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের স্ত্রী চলচ্চিত্র জগতে তাঁর একটা আলাদা গুরুত্ব ছিল। পাশাপাশি হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রেম নাথ ও রাজেন্দ্র নাথের বোন ছিলেন কৃষ্ণ মালহোত্রা। কাপুর পরিবারেও সদস্যদের কাছেও কৃষ্ণা রাজ কাপুর যেমন কাছের, তেমনই বলিউডের খ্যতনামা বিভিন্ন ব্যক্তিত্বের কাছেও তিনি ছিলেন প্রিয় 'কৃষ্ণা আন্টি'। সকলের প্রিয় সেই 'কৃষ্ণা আন্টি'র প্রয়ায়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখেছেন সোহা আলি খান, ফারহা খান, রবিনা ট্যান্ডন, মধু ভান্ডরকর, সহ আরও অনেকেই...


আরও পড়ুন-একী অবস্থা! প্রকাশ্যে এক যুবককে মারধর করলেন দেব? ভাইরাল ভিডিও


দেখুন কে কী লিখেছেন...















এটি রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের একটি বহু পুরনো ছবি...


আরও পড়ুন-কৃষ্ণা রাজ কাপুরের প্রয়াণে শোকবার্তা ঋদ্ধিমার, যা পড়লে চোখে জল আসবে