নিজস্ব প্রতিবেদন: অক্ষয়ের হাত ধরেই বলিউডে পা রেখেই ফেলেছেন অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর। না, কোনও ছবিতে অভিনয় নয়। 'ফিলহাল' নামে সদ্য প্রকাশিত একটি সিঙ্গল-এর মাধ্যমে ডেবিউ করেছেন নূপুর শ্যানন। এবার মিউজিক ভিডিয়োটির আনপ্লাগড ভার্সনে কৃতির গলায় গানও শোনা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ফিলহাল'-মিউজিক ভিডিয়োতে গান গেয়েছেন বি প্রাক। এই মিউজিক ভিডিয়োতে অক্ষয়ের বিপরীতে তাঁকে দেখা যাওয়ার কারণে নূপুর শ্যানন যে বেশ পরিচিতি দিয়েছে, তা বলাই বাহুল্য। এবার সকলকে অবাক করে 'ফিলহাল' মিউজিক ভিডিয়োতে তাঁর গান গাওয়ার খবরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে দিয়েছেন নূপুর নিজেই। 


আরো পড়ুন-ক্যাটরিনার সঙ্গে প্রেম আড়াল করতে ব্যর্থ ভিকি? হলি পার্টির ভিডিয়ো ফাঁস...



আরও পড়ুন-ভাড়া বাড়িতে থাকতেন, নিজের শহরে এবার বাংলো কিনলেন নেহা কক্কর



'ফিলহাল'-এর আনপ্লাগড ভার্সনে গান গাওয়া প্রসঙ্গে কৃতি বলেন, ''এটা একটা অসাধারণ অনুভূতি। আমি ভাবতেই পারি নি মিউজিক ভিডিয়োটি এতটা সাড়া ফেলবে। এই মিউজিক ভিডিয়োটির আনপ্লাগড ভার্সনটি প্রকাশ্যে আসছে তার জন্য বেশ সম্মানিত বোধ করছি। বেশ ভালো লাগছে যে সবাই আমার পাশে থেকেছে। এই যাত্রাপথে সামিল হতে পেরে খুবই খুশি। ''


প্রসঙ্গত, অনেকেই হয়ত জানেন না কৃতি শ্যাননের বোন নূপুর একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। 


আরও পড়ুন-'আপনি না মুসলিম'! সিঁদুর পরা ছবি পোস্ট করে আক্রমণের মুখে নুসরত