Kriti Sanon: `স্টার কিডদের জন্য কাজ পাইনি!`, বিস্ফোরক কৃতি...
Kriti Sanon: সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি নিজের কেরিয়ারে কঠিন সময়ের কথা প্রকাশ্যে এনেছেন। কৃতি বলেন, `আমি প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়েছিলাম। কারণ আমি জানতাম, আমি এটা করতে পারব। ওই সময়, আমি অনেক নতুন মুখও দেখেছি। তাদের মধ্য়ে কিছুজন ফিল্ম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জড়িত ছিল। যারা যোগ্যতা না থাকা সত্ত্বেও কাজ পাচ্ছিলেন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'ক্রু' (Crew)। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের মন জয় করেছে ছবিটি। বর্তমানের ছবির সাফল্যে ভাসছেন কৃতি স্যানন (Kriti Sanon)। অভিনেত্রীর পাশাপাশি ছবিতে এতে মুখ্য চরিত্রে ছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), টাবুও (Tabu)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি নিজের কেরিয়ারে কঠিন সময়ের কথা প্রকাশ্যে এনেছেন। শুধু তাই নয় অভিনেত্রী স্টার কিডসদের নিয়েও কথা বলেছেন। কৃতি বলেন যে তিনি জানতেন তিনি যে সুযোগগুলি পাচ্ছেন, তার চেয়েও তিনি বেশি পাওয়ার যোগ্যতা রাখেন। তিনি এ-ও প্রকাশ করেন যে মিমি ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আরও পড়ুন:Aparajito in Nandan: মুক্তির ২ বছর পর নন্দনে 'অপরাজিত', কবে-কখন শো?
কৃতি বলেন, 'জীবনের এমন একটা পর্যায়ে ছিল যেখানে আমি খুবই অস্থির হয়ে পড়েছিলাম। কারণ আমি জানতাম, আমার সম্ভাবনা অনেক বেশি। আমি আরও বেশি কিছু চেয়েছিলাম। আরও গভীর কোনও চরিত্রের অপেক্ষায় থাকতাম। নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম।'
নিজের কেরিয়ারকে ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আপনি যে রকম ঘড়া পাবেন, ততটাই আপনি তা ভরতে পারবেন। পাত্র ছোট হলে সেখানে আপনি কম জল ধরবে। বড় ঘড়ার জন্য আমাকে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে।'
আরও পড়ুন:Kangana Ranaut: রাজনীতিতে পা রেখেই বাড়ছে সম্পত্তি? নয়া বিতর্কে কঙ্গনা...
তিনি আরও বলেন, 'আমি প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়েছিলাম। কারণ আমি জানতাম, আমি এটা করতে পারব। কিন্তু সেটা আমার কাছে আসছিল না। ওই সময়, আমি অনেক নতুন মুখও দেখেছি। তাদের মধ্য়ে কিছুজন ফিল্ম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জড়িত ছিল। এরপরেই মিমি ছবিটি করার সুযোগ এল। তখন আমি বুঝেছিলাম, এই চরিত্রটা আমাকেই করতে হবে।'
বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকাকে নিয়ে তৈরি কমেডি-থ্রিলার ‘ক্রু’। গত ২৯ মার্চ ছবিটি মুক্তি পায়। তিন এয়ারহোস্টেসের কঠিন জীবনের কথা উঠে এসেছে এ সিনেমার গল্পে। তাঁরা এয়ারহোস্টেস নাকি সোনা পাচারকারী, এমনই রহস্যময় গল্পে বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ক্রু’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)