নিজস্ব প্রতিবেদন : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং সন্তানকে কাছে না পাওয়ার কষ্টেই কি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন (Kushal Punjabi) কুশল পঞ্জাবি? টেলিভিশনের জনপ্রিয় অভিনেতার মৃত্যুর পর এবার এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে৷ কুশল পঞ্জাবির মৃত্যুর পর ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার বন্ধু চেতন হংসরাজ৷ মন গিয়েছে একতা কাপুরের৷ জন আব্রাহাম, (Farhan Akhtar) ফারহান আখতাররাও শোক প্রকাশ করেছেন৷ কুশলের মৃত্যুর জন্য যখন অনেকে তাঁর স্ত্রী অড্রের দিকে ইঙ্গিত করতে শুরু করেছেন, সেই সময় সুরভি তিওয়ারির গলায় শোনা গেল অন্য সুর৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : 'শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুরভি তিওয়ারি বলেন, কুশল পঞ্জাবির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ কিন্তু এই ঘটনার জন্য শুধুমাত্র অড্রের দিকে আঙুল তোলা উচিত নয়৷ অর্থাত কুশল পঞ্জাবির মৃত্যুর পর যেভাবে অনেকে প্রয়াত অভিনেতার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, তা একেবারেই অনুচিত বলে মত প্রকাশ করেন দিয়া অউর বাতি হাম-খ্যাত অভিনেত্রী (Surbhi Tiwari) সুরভি৷


আরও পড়ুন : বাঁধ মানে না ভালবাসা, ৬১-র ম্যাডোনা সম্পর্কে জড়ালেন ২৫-এর যুবকের সঙ্গে
২০১৫ সালে ইউরোপিয়ান বান্ধবী (Audrey Dolhen) অড্রে ডোলহানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় অভিনেতা কুশল পঞ্জাবি৷ গোয়ায় বসে অড্রে এবং কুশলের বিয়ের আসর৷ বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় কুশল এবং অড্রের সন্তান কিয়ানের৷ ছেলের জন্মের পর থেকেই স্ত্রীর সঙ্গে কুশলের সম্পর্কের অবনতি হতে শুরু করে বলে খবর পাওয়া যায়৷ এরপরই ছেলে কিয়ানকে নিয়ে চিনে পাড়ি দেন অড্রে৷ চিনের সাংহাইয়ের একটি মাল্টি ন্যাশনাল কম্পানিতে বর্তমানে কর্মরত অড্রে৷ স্ত্রী এবং সন্তানকে বার বার নিজের কাছে নিয়ে আসতে চেয়েও ব্যর্থ হন কুশল৷ মৃত্যুর কয়েকদিন আগেও চিনে গিয়ে ছেলের সঙ্গে দেখা করে আসেন৷ ওই সময়ই স্ত্রী, সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ার ফলেই কি (Kushal Punjabi's Suicide)জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা কুশল পঞ্জাবি, এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে৷