নিজস্ব প্রতিবেদন: সবে সবে মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডায় আমির খানের প্রথম লুক। প্রথম দর্শনেই আমির খান যেন মন কেড়ে নিয়েছেন দর্শকদের। কিন্তু লাল সিং চাড্ডায় আমির খানের প্রথম লুক সামনে আসতেই ট্রোলের মুখে পড়তে হল অক্ষয় কুমারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বাথটাবে শুভশ্রী, ছড়িয়ে পড়ল রাজ-ঘরণীর ছবি
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। লাল সিং চাড্ডায় আমির খানের প্রথম লুক সামনে আসতেই, অক্ষয় কুমারের কেশরীর লুকের সঙ্গে তুলনা করতে শুরু করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টের ভক্তরা।
আমির যেমন লাল সিং চাড্ডার শ্যুটিং নিয়ে ব্যস্ত, অক্ষয় ব্যস্ত গুড নিউজ নিয়ে। সোমবার মুক্তি পায় গুড নিউজের ট্রেলার। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন করিনা কাপুর খান, কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জ। 


আরও পড়ুন :  মেয়েকে নিয়ে নেটিজেনদের আক্রমণে জেরবার, মুখে কুলুপ আঁটলেন ঐশ্বর্য


দেখুন আমির ভক্তরা কীভাবে অক্ষয় কুমারের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন বলিউড খিলাড়িকে....






সম্প্রতি মুক্তি পায় অক্ষয় কুমারের সিনেমা হাউজফুল ৪। এই সিনেমায় কৃতি শ্যানন, ববি দেওল, কৃতি খারবান্দা, রিতেশ দেশমুখ এবং পূজা হেগড়ে স্ক্রিন শেয়ার করেন অক্ষয় কুমারের সঙ্গে। অন্যদিকে লাল সিং চাড্ডাতেও আমির খানের সঙ্গে স্ক্রিন শয়ার করছেন করিনা কাপুর খান। ফলে গুড নিউজের ট্রেলার লঞ্চের পরপরই লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের জন্য ফের অমৃতসরে পাড়ি দেন করিনা কাপুর খান