ওয়েব ডেস্ক: বঙ্গ বিভূষণ পাচ্ছেন জীবন্ত কিংবদন্তি 'সঙ্গীত সম্রাজ্ঞী' লতা মঙ্গেশকর। পুজোর পর মুম্বইয়ে গিয়ে লতা মঙ্গেশকরকে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নবান্নে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবছর বঙ্গ বিভূষণে সম্মানিত করা হবে লতা মঙ্গেশকরকে। বাংলা গানে তাঁর অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার। সঙ্গে মমতা জানান, লতা মঙ্গেশকরের সঙ্গে তার কথা হয়েছে। পুরস্কার নিতে রাজি হয়েছেন তিনি।


আরও পড়ুন- ডেঙ্গিতে আক্রান্ত বিদ্যা; আইনি নোটিস শাহীদ কাপুরকে


প্রশহ্গত, ২০০১ সালেই তাঁকে ভারতরত্নে সম্মানিত করেছিল কেন্দ্রীয় সরকার। এছাড়া সঙ্গীতজীবনে দেশ বিদেশের বিভিন্ন সম্মান পেয়েছেন সঙ্গীতশিল্পী।