ওয়েব ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে অস্কার পেলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তিনি এবার অস্কার পাবেন কিনা, সেটা নিয়েই যাবতীয় আগ্রহ ছিল মানুষের। লিওনার্দোর নিজেরও বোধহয়। বারবার খালি হাতে ফিরতে হচ্ছিল। কিন্তু এবার আর তেমন নয়। রেভেন্যান্ট ছবির জন্য অবশেষে সেরা অভিনেতার সম্মান পেলেন লিও। এর আগে এই বিভাগে পাঁচবার মনোনিত হয়েও একবারও পাননি অস্কার। সেরা অভিনেত্রীর খেতাব পেলেন ব্রি লার্সন। রুম ছবিতে তাঁর অভিনয় সকলের মন জয় করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরা সহ অভিনেতা-অভিনেত্রী বিভাগে এবছর লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ক্রিড ছবির জন্য গোল্ডেন গ্লোব এবং বাফটায় সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেও, অস্কারে খালি হাতে ফিরতে হল সিলভেস্টার সিলভেস্টার স্ট্যালনকে।