ওয়েব ডেস্ক : ramp-এ হাঁটছিলেন সোনম কাপুর। আর তারপর শুধু হেঁটেই থেমে গেলন না। রীতিমতো নাচলেন! সদ্য নিজের জন্মদিন পালন করেছেন বলিউডের এই সুন্দরী। শুধু বাড়ির পার্টিই নয়, ramp-এও কেটেছেন কেক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেদিন তিনি গোল্ডেন গাউন পরেছিলেন গায়ে। বলাইবাহুল্য তাতে সোনমকে দেখতে বেশ সুন্দরই লাগছিল। ওই ramp-এই হাঁটতে হাঁটতে মাঝপথে নাচ শুরু করে দেন সোনম! কোনওরকম লজ্জাই তাঁকে আটকাতে পারেনি! আর সোনমের হঠাত্ করে এই নাচ দেখে আরও বেশি খুশি হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। বোঝাই যাচ্ছিল, সোনম তাঁর জন্মদিনের পার্টি বা সেলিবেশ্রন এখনও ভুলতে পারছেন না। নাহলে, ramp তাঁকে এভাবে নাচতে আগে কখনও দেখা যায়নি।