হস্তমৈথুনের দৃশ্যে লতাজির গান ব্যবহার করণের, ক্ষুব্ধ মঙ্গেশকর পরিবার
বিতর্ক এখানেই শেষ নয়, বিতর্কের আরও এক কারণ রয়েছে। ছবির হস্তমৈথুন দৃশ্যের সঙ্গে করণ লতা মঙ্গেশকরের গাওয়া `কভি খুশি কভি গম` ছবির টাইটেল ট্র্যাক ব্যবহার করেছেন পরিচালক করণ জোহর। আর এতেই রীতিমত ক্ষুব্ধ লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদন: 'ভির দি ওয়েডিং'-এর পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে করণ জোহরের ফিল্ম 'লাস্ট স্টোরিজ'। সৌজন্যে, ছবির হস্তমৈথুনের দৃশ্য়। 'ভির দি ওয়েডিং'-ছবিতে এধরনের দৃশ্যে অভিনয় করার জন্য সমালোচিত হয়েছিলেন স্বরা ভাস্কর। এবার ফের সেই একই ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী কিয়ারা আদবানি। বিতর্ক এখানেই শেষ নয়, বিতর্কের আরও এক কারণ রয়েছে। ছবির হস্তমৈথুন দৃশ্যের সঙ্গে করণ লতা মঙ্গেশকরের গাওয়া 'কভি খুশি কভি গম' ছবির টাইটেল ট্র্যাক ব্যবহার করেছেন পরিচালক করণ জোহর। আর এতেই রীতিমত ক্ষুব্ধ লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা।
বিষয়টি নিয়ে বিরক্ত লতা মঙ্গেশকরের পরিবারের এক সদস্যের প্রশ্ন, ''কেন? কেন করণ জোহর লতা দিদির এই গান এধরনের এক অস্বস্তিকর দৃশ্যে ব্যবহার করেলেন? আমার এখনও মনে আছে তাঁর 'কভি খুশি কভি গম'ছবির জন্য দিদি যখন এই গান গেয়েছিল করণ তখন কী ভীষণ খুশি ছিল। সেসময় করণ এতটা খুশি ছিল যেন তাঁর স্বপ্ন সত্যি হল। আর এখন এই গানটাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। ''
আরও পড়ুন-'আত্মজা'য় যেন ঝলসে উঠলেন জয়াপ্রদা, তাঁকে এভাবে কখনও দেখেছেন?
আরও পড়ুন- ক্যান্সারে আক্রান্ত ইরফানের জন্য এভাবেই সাহায্যের হাত বাড়ালেন শাহরুখ