Madan Mitra-Madhumita Sarcar : `ছেলেধরা হয় শুনেছি, পাখিধরা এই প্রথম`, মদন-মধুমিতা ছবি দেখে বলছে নেটপাড়া
`১২ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই অর্থে এটাই প্রথম দেখা। মানুষ কিন্তু এটা বলছেন না, এত বছর কাজ করছেন, এতদিনে মদন মিত্রের সঙ্গে দেখা হল!, ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন, একমাস আসতে না আসতেই বিভিন্ন বড় ব্যক্তিত্বের সঙ্গে ছবি তোলা শুরু করে দেন, আমি সেই দলে পড়ি না। ঘটনাচক্রে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে। ওটা কামারহাটির একটা পুজো মণ্ডপের ছবি। সেখানে গিয়ে ছবি তোলাটাও একটা সাধারণ বিষয়। এটাতে এত ট্রোলিং-এর কী আছে!`
Madan Mitra, Madhumita Sarcar, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : পুজোতে গিয়েছিলেন কামারহাটির একটি মণ্ডপে। সেখানেই দেখা তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা। লেন্সবন্দিও হন অভিনেত্রী মধুমিতা সরকার। তারই একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মদন মিত্র। ছবিতে মদন মিত্রকে লাল ধুতি, আর কালো পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। আর মধুমিতা পরেছিলেন গোলাপি ক্রপ টপ আর নীল জগার্স প্যান্ট। ছবিটি শুধু ফেসবুকে পোস্ট হওয়ার অপেক্ষা। ব্যস, শুরু হয়ে যায় ট্রোলিং। ছবির নিজে বয়ে য়ায় কমেন্টের বন্যা। নেট নাগরিকদের কেউ লেখেন, 'ছেলেধরা হয় শুনেছি, পাখিধরা এই প্রথম।' এমনই নানান মন্তব্য উঠে আসতে থাকে।
নেটনাগরিকদের কেউ ছবির কমেন্টে কেউ লেখেন, 'পাখি এবার খাঁচা বন্দি।' কারোর কথায়, 'নাতনির সঙ্গে ভালো থাকুন'। কেউ আবার এর প্রতিবাদ করে লিখেছেন, 'আজকাল মানুষের খালি মুখে হাসি আর বুকে হিংসে। নাইস পিকচার !'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
মদন মিত্রের সঙ্গে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রসঙ্গে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে। ট্রোলিং-এর কথা শুনেই হেসে ফেলেন মধুমিতা। বলেন, ''আমরা সেলিব্রিটি হিসাবে পুজোতে বিভিন্ন মণ্ডপে উদ্বোধনে যাই, আরও নানান কাছে যাই। গেলে অনেকের সঙ্গে দেখা হয় মদনদার সঙ্গেও সেভাবেই দেখা তেমনই হয়েছ। আমার তো নিজেকে ভাগ্যবান মনে হয় যে মানুষের আমাদের জীবন নিয়ে এত আগ্রহ। আমরা হয়ত কাউকে দেখে এত বেশি এন্টারটেইন হই না, তবে কিছু মানুষজন হন। এটাই ভালোলাগে। (হেসে ফেলে) এটা একটা খুব সাধারণ বিষয়। উনি তো অনেক অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গেই দেখা হলে কথা বলেন। আমার ওঁর সঙ্গে আগে কখনও দেখা হয়নি। ১২ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই অর্থে এটাই প্রথম দেখা। মানুষ কিন্তু এটা বলছেন না, এত বছর কাজ করছেন, এতদিনে মদন মিত্রের সঙ্গে দেখা হল!, ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন, একমাস আসতে না আসতেই বিভিন্ন বড় ব্যক্তিত্বের সঙ্গে ছবি তোলা শুরু করে দেন, আমি সেই দলে পড়ি না। ঘটনাচক্রে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে। ওটা কামারহাটির একটা পুজো মণ্ডপের ছবি। সেখানে গিয়ে ছবি তোলাটাও একটা সাধারণ বিষয়। এটাতে এত ট্রোলিং-এর কী আছে! যাইহোক এটা ভালো লাগছে, যে মানুষের আমার জীবন নিয়ে এত আগ্রহ!''
তবে শুধু মধুমিতাই নন, এর আগে মদন মিত্রের সঙ্গে 'কৃষ্ণকলি' অভিনেত্রী তিয়াসা রায়ের ছবি নিয়েও তীব্র ট্রোল হয়েছিল।