Anirban Bhattacharya: আরজি কর-কাণ্ডে কেন চুপ অনির্বাণ? প্রতিবাদে পথে নেমে প্রশ্নের মুখে স্ত্রী মধুরিমা বললেন...
R G kar Protest: প্রথমদিন থেকেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দেখা মেলেনি অনির্বাণ ভট্টাচার্যের। প্রশ্ন উঠেছে, কোথায় তিনি? কেন তাঁর সমাজমাধ্যমে একটিও পোস্টও নেই তাঁর এই ঘটনার প্রতিবাদে? কেন চুপ? আজ মহামিছিলে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় মধুরিমাকেও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর হাসপাতালে চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব শহর থেকে গ্রাম, নানা শ্রেণির, নানা পেশার মানুষ। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। রবিবার মহামিছিলে পথে নামেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, সোহিনী সরকার, দামিনী বসু সহ আরও অনেকেই। এদিনের মিছিলে দেখা যায় নাট্যকর্মী মধুরিমা গোস্বামীকে, তবে এদিনও পথে নামতে দেখা গেল না মধুরিমার স্বামী তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।
প্রথমদিন থেকেই এই প্রতিবাদে দেখা যায়নি অনির্বাণ ভট্টাচার্যকে। প্রশ্ন উঠেছে, কোথায় তিনি? কেন তাঁর সমাজমাধ্যমে একটিও পোস্টও নেই তাঁর এই ঘটনার প্রতিবাদে? কেন চুপ? আজ মহামিছিলে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় মধুরিমাকেও। উত্তরে মধুরিমা বলেন, 'আমি আসলে এখন এই বিষয়টার বাইরে অন্য কিছু দেখার সময়ই পাচ্ছি না। আমি আমার লড়াই লড়তে নেমেছি। আমি যাঁদের সঙ্গে সহমত পোষণ করেছি, তাঁদের সঙ্গে মিছিলে এসেছি। তবে প্রত্যেকেরই প্রতিবাদের ভিন্ন ভাষা থাকে। আমি রাস্তায় নেমেছি বলেই সকলকে রাস্তায় নামতে হবে এমন নয়। আমি কাউকে দেখে রাস্তায় নামিনি। আমার মনে হয়েছে রাস্তায় নাম উচিত। তাই নেমেছি।'
এদিনের মিছিলে হাঁটলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এদিন নারী সুরক্ষা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্বস্তিকা। অভিনেত্রী বলেন, ‘সব সময় মেয়েরা খাঁড়ার সামনে ঝুলছে। কিন্তু এতদিন আমরা বাইরে বলতাম যে আমাদের শহর কলকাতা নিরাপদ। সেখানে এরকম নৃশংস ঘটনা ঘটে গেল। ২৩ দিন হয়ে গেল, কোনও কিছুই এগোচ্ছে না। নাগরিক হিসাবে এটা ভাবা আমার কাছে কষ্টকর যে এত বড় ঘটনা একজনই ঘটিয়েছে। যদি এতই সহজে তাকে ধরে ফেলা হয়, তাহলে কেন বাবা-মাকে সুইসাইড বলা হল, কেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হল?'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)