`তারাদের কাছেই চলে গেলে সুশান্ত, হাসি মুখে তাকিয়ো আকাশ থেকে`, মন খারাপ পর্দার কৃষ্ণর
তারাদের উপর টান ছিল সুশান্তের , তাই ওদের কাছেই চলে গেল, আক্ষেপ নীতিশের
নিজস্ব প্রতিবেদন : ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা বলিউড জুড়ে। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকে দায়ি করে করতে শুরু করেছেন নেটিজেনরা। পাশাপাশি স্বজনপোষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক। তবে সুশান্তের মৃত্যুতে প্রশ্নের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অভিনেতা, অভিনেত্রীরা কতটা একা, তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন : 'স্বজনপোষণের সঙ্গে লড়ে বেঁচে রয়েছি, বাচ্চাটা পারল না', সুশান্তের মৃত্যুর পর বললেন প্রকাশ রাজ
কঙ্গনা রানাউত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ-দের পর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নিজের মনের কথা উগরে দিলেন মহাভারতের পর্দার কৃষ্ণ ওরফে নিতীশ ভরদ্বাজ।
আরও পড়ুন : ছেলেটা অবসাদে ভুগছিল! জানতেই পারেননি সুশান্তের বাবা
নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিতীশ বলেন, তারাদের প্রতি অমোঘ টান ছিল সুশান্তের, তাই ওদের কাছেই চলে গেলেন তিনি। তবে একবার যদি সুশান্ত তাঁর সঙ্গে কথা বলতেন, এমন ইচ্ছাও প্রকাশ করেন এই অভিনেতা। পাশপাশি তিনি আরও বলেন, একটা মানুষ মনের দিক থেকে একা হয়ে পড়লে, কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে, তা প্রকাশ্যে এল। সুশান্তের আত্মা যেন শান্তি পায়। পাশাপাশি, আকাশের তারা হয়েই যেন তিনি সব সময় হাসতে থাকেন বলেও আশা প্রকাশ করেন নিতীশ ভরদ্বাজ।