মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে রীতেশ-জেনেলিয়া, পাঠালেন ২৫ লক্ষ টাকা অনুদান
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অভিনেতা রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি`সুজা।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক, কেরল, অসম, মহারাষ্ট্র সহ দেশের বেশ কয়েকটি রাজ্য এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত। এবার মহারাষ্ট্রের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অভিনেতা রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিলেন রীতেশ ও জেনেলিয়া।
চেক হাতে রীতেশ ও জেনেলিয়ার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
মহারাষ্ট্রের বন্যায় অনুদানের কথা জানিয়ে রীতেশও নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, '' মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্ত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের ছবি অত্যন্ত বেদনাদায়ক। সেকারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর ত্রাণ তহবিল 'দেশ ফাউন্ডেশনে' এই অনুদানের সিদ্ধান্ত নিয়েছিলাম।''
তাঁদের মতোই দেশের মানুষকে সাধ্য মতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন রীতেশ দেশমুখ।
দেশের বিভিন্ন প্রান্তে বন্যা বিধ্বস্ত মানুষের কথা ভেবে টুইট করেছেন উদ্বিগ্ন হৃত্বিক। অভিনেত্রী নাগমা সহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী।
প্রসঙ্গত, বন্যা কারণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত বহু। জলের তলায় চলে গিয়েছে সেরাজ্যের বহু এলাকা। প্রায় ৪ লক্ষ মানুষ ঘরছাড়া। জলের তলায় মহারাষ্ট্র-বেঙ্গালুরু ৪ নম্বর জাতীয় সড়ক সহ বহু এলাকা। ঘরছাড়া মানুষকে রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা ৪৩২টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। জরুরী ভিত্তিতে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।