নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালককে জড়িয়ে নেট দুনিয়ায় কিছু কম আক্রমণ হয়নি। লেগেছে 'সুগার ড্যাডি'র তকমা। এবার মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক তাঁরই নিজের ছেলে, রাহুল ভাট। বাবাকে 'মিস্টার ভাট' বলে সম্বোধন করে রাহুলের অভিযোগ, পূজা, শাহিন, আলিয়াকে নিজের সন্তান বলে মানলেও তাঁর প্রতি বরাবরই উদাসীন মহেশ ভাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশকিছুদিন আগে এক সাক্ষাৎকারে পরিচালক বাবা মহেশ ভাটের বিরুদ্ধে বিষেদাগার হয়েছিলেন তাঁর প্রথম পক্ষের সন্তান রাহুল ভাট। তাঁর সেই সাক্ষাৎকার নতুন করে আলোচনায় উঠে এসেছে। রাহুলের অভিযোগ, ''মহেশ ভাট কোনওদিনই আমাকে নিজের সন্তানের মতো করে দেখেনইনি। আর এটাই বাবার সঙ্গে আমার সম্পর্কের সত্য়তা। মহেশ ভাট যদি আমার বাবা হতেন, তাহলে কখনওই হেডলির মতো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম না। বিপথে যেতাম না। তবে আমি খারাপ মানুষ নই, মহেশ ভাটের এধরনের আচরণের জন্য়ই বরং আমি ভালো মানুষ হতে পেরেছি।''


আরও পড়ুন-এমাসেই শীঘ্রই আসবে সুখবর! 'বেবি বাম্প' নিয়ে ফের প্রকাশ্যে শুভশ্রী



রাহুল ভাট আরও বলেছিলেন, ''আমি ছোট থেকেই নিরাপত্তাহীনতায় ভুগেছি। আমার বেড়ে ওঠার সময় আমার কাছে একজন বাবা কিংবা বাবার সমতুল্য ব্যক্তিত্বের অভাব ছিল। হেডলি আমার মন জয় করে নিয়েছিলেন। কারণ, আমার বেড়ে ওটার সময় আমাকে পথ দেখানোর মতো কেউ ছিলেন না। ''


আরও পড়ুন-BMC-র বুলডোজারে ভেঙে চুরমার অফিস, পরিদর্শনে গিয়ে কাঁদলেন কঙ্গনা!



আরও পড়ুন- ফারহান আখতারের প্রেমিকা ছাড়া আপনার আর কী পরিচয়? অঙ্কিতা লোখান্ডেকে আক্রমণের জবাবে শিবানী দান্ডেকরকে আক্রমণ নেটিজেনদের


প্রসঙ্গত, রাহুল ভাট হলেন মহেশ ভাটের প্রথম পক্ষের স্ত্রী কিরণ-এর সন্তান। পূজা ভাট, রাহুলের নিজের দিদি। আর আলিয়া ও শাহিন ভাট হলেন মহেশ ভাট ও সোনি রাজদানের সন্তান। ২৬/১১ মুম্বই হামলার সময় ডেভিড হেডলির সঙ্গে রাহুল ভাটের পরিচিতির কথা প্রকাশ্য়ে আসে। জানা যায়, ২০০৭ সালে কোনও এক জিমে হেডলির সঙ্গে রাহুল ভাটের আলাপ হয়েছিল। জানা যায়, ২৬/১১-র দিন হেডলিই রাহুল ভাটকে দক্ষিণ মুম্বইতে যেতে নিষেধ করেছিলেন। তবে বিস্ফোরণের কথা তাঁর জানা ছিল না বলেই দাবি করেছিলেন রাহুল।