জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিদি নম্বর ওয়ানের(didi no 1) বিশেষ পর্বে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জীবনের নানা গল্প শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একদিকে ছোটবেলার স্ট্রাগলের গল্প বলেন তো অন্যদিকে তাঁর জন্মদিন নিয়ে হেরফেরের কাহিনীও শোনান মমতা। তাঁর জন্মদিন খাতায় কমলে ৫ জানুয়ারি হলেও মুখ্যমন্ত্রী জানান যে ওই দিনে তিনি জন্মাননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Mamata Banerjee| Didi No.1: 'খারাপ লাগে যে...' নেটপাড়ার ট্রোলিং নিয়ে মুখ খুললেন মমতা...


ছোটবেলার গল্প বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ছোট থেকেই বাবার কাছে নানা গল্প শুনতেন। ১০-১১ বছর বয়সে বাবার প্রয়াণের পর সংসারের হাল ধরেন তিনি। মমতা বলেন, 'মা খুবই ভেঙে পড়েছিলেন। বাবা চলে যাওয়ার পর আর্থিক অনটনে আমরা ভেঙে পড়েছিলাম। বাবা একটা ব্যবসা ছিল, দাদা সামলাত। রাত ৩টেয় উঠে রান্না করতাম। স্ট্রাগল করতাম। সেই ছোটবেলায় ভাইদের দায়িত্ব কাঁধে নিয়ে মানুষ করেছি। আমি কলেজ থেকে বেরিয়ে স্কুলে পড়াতে যেতাম। যে টাকা পেতাম সবটাই মায়ের হাতে তুলে দিতাম। দুধের ডিপোতেও কাজ করতাম। যাতে কারও কাছে হাত পাততে না হয়। সব জমি বিক্রি করে বাবার ব্যবসা দাঁড় করিয়েছিলাম। দাদাকে সেই ব্যবসাকে দেখেছে'। পাশাপাশি পরিবার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি আমাদের প্রজন্মকে ধরে রেখেছিলাম, এখন অভিষেক ধরে রেখেছে'।


জন্মদিনের প্রসঙ্গে উঠলে মুখ্যমন্ত্রী বলেন, সার্টিফিকেট অনুযায়ী আমার আর দাদার বয়সের হেরফের মাত্র ৬ মাস। কিন্তু আমরা চার-পাঁচ বছরের ছোট-বড়। তিনি জানান, 'বাড়িতে সবাই জানে, আমি সন্ধিপুজোর সময়ে রাতে জন্মেছিলাম। তবে চোখ খুলেছিলাম, পরেরদিন সকালে। সেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। স্কুলে ভর্তির সময় বাবা বলেছিল, একটা বয়স বসিয়ে নিতে। সেখান থেকে জন্মদিন ওলট পালট হয়ে যায়। তবে ৫ জানুয়ারি আমার জন্মদিন নয়। বয়সের হেরফেরে সুবিধাও হয়েছে। বয়সের আগেই যাদবপুরে প্রার্থী হয়ে গিয়েছিলাম।'


আরও পড়ুন- Jaya-Mithila: 'আমাদের নারীদের চুপচাপ সহ্য করতে শেখানো হয়...' নির্যাতনের প্রতিবাদে মিথিলা-জয়া...


অবসর সময় কী করে কাটান? মুখ্যমন্ত্রী বলেন, 'আমার অবসর বলে কিছু নেই। আমার কিছু না থাকলেও হেঁটে বেড়াই। ফোন না থাকলে আমি পাগল হয়ে যাব। সকালে চোখ খোলা থেকে মাঝরাতে, সবসময়ই এসএমএস আসছে। দরকারি হলে তাও ঠিক আছে, অদরকারেও পাঁচ পাতার এসএমএস পাঠায় লোকে। আমি সর্বদা ফোনে থাকি। এই প্রথম এতক্ষণ শ্যুটিং করব বলে ফোন ছাড়া আছি।'


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)