নিজস্ব প্রতিবেদন : তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর শোকবার্তা প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে। তাপস পালের মৃত্যুতে তিনি শোকাহত। বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং বিধায়কের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রায়ত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী পালকেও  সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন মুখ্যমন্ত্রীর ট্যুইট...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



চিকিতসার জন্য গত ২৮ জানুয়ারি মুম্বইতে নিয়ে যাওয়া হয় তাপস পালকে। সেখানে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় তাঁকে। মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চলছিল অভিনেতার চিকিতসা। সাড়াও দিচ্ছিলেন তিনি। এরপর মুম্বই থেকে তাপস পালকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তাঁর পরিবার। কিন্তু চিকিতসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় তাপস পালের পথ চলা।