Manasi-Khadaan: `নিশ্চয়ই নাচবেন।পছন্দের হিরোর ছবি বলে কথা!`, ক্ষুব্ধ মানসী বললেন...
Manasi Sinha: শহরের স্টার সিনেমার সামনে তিনি কিছুটা বিরূপ প্রতিচ্ছবিই দেখেছেন ভক্তদের। পছন্দের হিরোর ছবি নিয়ে উন্মাদনা থাকবে তাতে ক্ষেদ নেই মানসী সিনহার। তবে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি- খাদান, সন্তান, চালচিত্র এবং ৫ নং স্বপ্নময় লেন। সূত্রের খবর, মুক্তির পর থেকে ভালো ব্যবসা করছে খাদান। তার থেকেও বড় কথা হল দেব ভক্তদের উন্মাদনা। এবার সেই খেসারত দিতে হচ্ছে, নতুন এক পরিচালককে। শহরের স্টার সিনেমার সামনে তিনি কিছুটা বিরূপ প্রতিচ্ছবিই দেখেছেন ভক্তদের। পছন্দের হিরোর ছবি নিয়ে উন্মাদনা থাকবে তাতে ক্ষেদ নেই মানসী সিনহার। তবে তাঁর অনুযোগ বাকি ছবিও তো মানুষ টিকিট কেটে দেখতে আসছেন। তাদের সমস্যা না হলেই হয়।
আরও পড়ুন, Bangladesh: বদলের বাংলাদেশে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, নেই ভারতীয় ছবি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)