নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বলিউড অভিনেতা ইমতিয়াজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বলিউড অভিনেতা আমজাদ খানের ভাই ইমতিয়াজ খানের মৃত্যুর খবর পাওয়ার পরই শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ইয়াদোঁ কি বারাত, চোর পুলিস-সহ বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন ইমতিয়াজ খান। ১৫ মার্চ মুম্বইয়ের বাড়িতেই স্ত্রী কৃতিকা দেশাই এবং মেয়ে আয়েশা খান-কে রেখে চলে যান ইমতিয়াজ খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তাঁর মৃত্যুর পর ট্যুইট করে সেই খবর জানান জেভেদ জাফরি। গ্যাঙ-এ ইমতিয়াজ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছিল বলে শোক প্রকাশ করেন বলিউডের এই কোরিওগ্রাফার অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ইমতিয়াজ খান একজন ভাল মানুষ ছিলেন বলেও মত প্রকাশ করেন জাভেদ জাফরি। 
বলিউড অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রও শোক প্রকাশ করেন ইমতিয়াজ খানের মৃত্যুতে। ইমতিয়াজ খানের আত্মার শান্তি কামনা করে ট্যুইট করেন অঞ্জু মহেন্দ্রু।
প্রসঙ্গত প্রয়াত অভিনেতা ইমতিয়াজ খানের স্ত্রী কৃতিকা দেশাইও একজন সফল অভিনেত্রী। টেলিভিশন জগতে তাঁর জনপ্রিয়তা একেবারে প্রথম দিকের সারিতে। মেরে আংনেমে, উত্তরণ,শক্তি, কুমকম-সহ একাধিক জনপ্রিয় মেগায় অভিনয় করেন কৃতিকা দেশাই।