নিজস্ব প্রতিবেদন: বি-টাউন আপাতত #MeToo ঝড়ে উত্তাল। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রথম পথ দেখিয়েছিলেন তনুশ্রী দত্ত। তারপর তাঁরই সেই দেখানো পথে হাঁটছেন সোনা মহাপত্র, বিনীতা নন্দা, সন্ধ্যা মৃদুল সহ একাধিক মহিলারা। এবার #MeToo নিয়ে মুখ খুললেন আলিয়া ভাটের মা সোনি রাজদান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একসময়ের টেলিভিশন, চলচ্চিত্র দুনিয়ার অভিনেত্রী সোনি রাজদানের অভিযোগ, তাঁকেও কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। তাঁর কথায়, '' সিনেমার শ্যুটিংয়ের সময় ঘটনাটা ঘটেছিল। একজন আমায় ধর্ষণের চেষ্টা করে। তবে সে সফল হয়নি।'' ভয়ানক ওই ঘটনার পরও সোনি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেননি, কারণ তিনি নাকি মনে করেছিলেন পুলিসে অভিযোগ দায়ের হলে ওই ব্যক্তির পরিবারের ক্ষতি হতে পারে।


আরও পড়ুন-সমকাম নিয়ে নোংরা মশকরা, সমালোচনার মুখে শ্রীসান্ত, করণবীর, দীপিকারা


আলিয়া ভাটের মা এপ্রসঙ্গে বলেন, '' আমি সেসময় মুখ খুলিনি তার একমাত্র কারণ আমি জানতাম আমি এনিয়ে মুখ খুললেন ওই ব্যক্তিকে তো সমস্যায় পড়তে তো হবেই, পাশাপাশি তাঁর পরিবার ও ছোট্ট সন্তান সমস্যায় পড়বে। সেসময় আমার মনে হয়েছিল যা হবার হয়েছে, আমার কোনও ক্ষতি তো হয়নি। তবে আমি লজ্জায় পড়ে, বা ভয় পেয়ে মুখ খুলিনি এমনটা নয়। আমি ওই ব্যক্তির পরিবারের কথা ভেবেই চুপ ছিলাম। তবে আমার মনে হয়না আজকের দিনে দাঁড়িয়ে এধরনের ঘটনা ঘটলে আমি এতটা মহানুভব হতে পারব বলে। '' 


প্রসঙ্গত, অভিনেতা আলোকনাথ বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সেই আলোকনাথের সঙ্গেও কাজ করেছেন সোনি রাজদান। সেই আলোকনাথের প্রসঙ্গে সোনি রাজদান বলেন, '' আমি ওকে মত্ত অবস্থায় খুব খুব খারাপ ব্যবহার করতে দেখেছি। এমনকি উনি যখন আমার কাছ দিয়ে যেতেন তখন তাঁর দৃষ্টিও আমার ভালো লাগেনি। '' তবে সোনি রাজদানের ধর্ষেণের চেষ্টার অভিযোগের তির আলোকনাথের দিকেই কিনা তা অবশ্য তিনি স্পষ্ট করেননি।  আলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রেণুকা সাহানে, হিমানী শিবপুরী, দীপিকা আমিন, বিনীতা নন্দার মতো ব্যক্তিত্বরা। রেণুকা সাহানের কথায় মদ্যপান করলেই বদলে যেতেন তিনি। তবে শুধু আলোকনাথই নয়, অনু মালিক, কৈলাস খের, নানা পাটেকর, সাজিদ খান সহ একাধিক অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। 


আরও পড়ুন-সিটবেল্ট না পরেই গাড়ি চালাচ্ছেন শুভশ্রী! সমালোচনায় নেটিজেনরা