নিজস্ব প্রতিবেদন : রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তনুশ্রী দত্ত। রাখির মত একজন 'নিন্ম রুচিসম্পন্ন, অশিক্ষিত' মহিলার সম্পর্কে কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট জানান তনুশ্রী। তিনি আরও বলেন, ছোট থেকে বন্ধু নির্বচনের ক্ষেত্রে বুঝেশুনে পা ফেলেন তিনি। বাবা, মা ছোট থেকে যেভাবে তাঁকে যেভাবে বড় করেছেন এবং শিক্ষা দিয়েছেন, তার উপর নির্ভর করেই জীবনের পথে চলেন এবং বন্ধু নির্বাচন করেন। তাই বাবা, মায়ের শিক্ষার উপর নির্ভর করে তিনি কখনওই রাখির মত বন্ধু নির্বাচন করবেন না বলেও স্পষ্ট জানান বাঙালি অভিনেত্রী।
শুধু তাই নয়, রাখি সাওয়ান্তের সঙ্গে জীবনে তাঁর একবারই দেখা হয়েছে। সে বহু বছর আগের কথা। মুম্বই থেকে যখন একবার বিদেশে স্টেজ শো করতে যাচ্ছিলেন, ওই সময় একবার দেখা হয়েছিল রাখির সঙ্গে। কিন্তু, তখন রাখির কথা, আচার, আচরণে যথেষ্ঠ অসন্তুষ্ট হয়েছিলেন। তাই ওই ঘটনার পর আর কখনও তিনি রাখির মুখোমুখি হতী চাননি বলেও মন্তব্য করেন তনুশ্রী দত্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : প্রকাশ্যে এল গোপন খবর, কেমন আছেন ইরফান খান!
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তনুশ্রী দত্তের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। তিনি অভিযোগ করেন, তনুশ্রী নাকি ধর্ষণ করেছেন তাঁকে। একবার নয়, একাধিকবার বাঙালি অভিনেত্রীর কাছে তাঁকে ধর্ষিত হতে হয়েছে। যা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। কিন্তু, বর্তমানে যেভাবে 'মি টু' ঝড় উঠেছে এবং তনুশ্রী একের পর এক 'ভিত্তিহীন' অভিযোগ করছেন, তার প্রেক্ষিতেই মুখ খুললেন বলেও দাবি করেন রাখি। তবে তনুশ্রী দত্ত সম্পর্কে একের পর এক অশ্লীল মন্তব্য করে ফের পেজ থ্রি-র পাতা সরগরম করার চেষ্টা রাখি করছেন বলে অভিযোগ বলিউডের একাংশের। বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে যেভাবে অহেতুক মন্তব্য করেন টেলিভিশনের 'ড্রামা কুইন', তাতে নেটিজেনদের আক্রমণের মুখেও পড়তে হয় তাঁকে। আর এবার তার বিরুদ্ধেই পাল্টা সরব হন তনুশ্রী দত্ত।


আরও পড়ুন : জ্যাসলিনের সঙ্গে শারীরিক সম্পর্ক? বিস্ফোরক অনুপ জালোটা


সম্প্রতি তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিস'-এর শুটিংয়ের সময় বলিউড অভিনেতা নানা পাঠেকর তাঁর যৌন হেনস্থা করেছেন। শুটিং ফ্লোরের মধ্যেই বার বার অপমান করা হয়েছে তাঁকে। কিন্তু, সবকিছু দেখেশুনেও ওই সময় নানার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি। এমনকী, সংশ্লিষ্ঠ একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় তনুশ্রীকে নাকি এ বিষয়ে মুখ বন্ধ করে রাখার জন্য একাধিকবার হুমকি দেওয়া হয়। এমনকী, তনুশ্রীর গাড়িও ভাংচুর করা হয় বলে অভিযোগ।
যদিও গোটা বিষয়টি অস্বীকার করেন নানা। তিনি বলেন, ১০ বছর আগের যে ঘটনার কথা উল্লেখ করছেন তনুশ্রী, তা তখনও মিথ্যে ছিল, আর এখনও তা সত্যি হয়ে যায়নি। তাই তনুশ্রী দত্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি। আর এরপরই তনুশ্রী দত্তের বিরুদ্ধে আইনি নোটিস পাঠান নানা পাঠেকরের আইনজীবী।