Mimi Chakraborty : `দুগ্গা` রূপে মিমি, প্রকাশ্যেই প্রেম নিবেদন অনুরাগীর, জবাব দিলেন নায়িকা
লালপাড় সাদা শাড়িতে সেজেগুজে ঢাক বাজাচ্ছিলেন মিমি চক্রবর্তী। সঙ্গে গাইছিলেন গান। দু`দিন আগেই এমন একটি ভিডিয়ো পোস্ট করে মিমি ক্যাপশানে লিখেছিলেন, `এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই...আসছি নিয়ে আমাদের পুজোর গান...Stay tuned for more details`। তবে মিমির সেই ভিডিয়োতে কোনও শব্দই শুনতে পাননি তাঁর শ্রোতা বন্ধুরা। তা নিয়েই নেটপাড়ায় কিছু কম হাসি ঠাট্টা হয়নি। এবার তারই জবাব দিলেন তারকা সাংসদ। ওই ভিডিয়োটিতে কেন কোনও সাউন্ড শোনা যায়নি তারই রহস্যভেদ করেছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন তাঁর গানের ভিডিয়োর ছোট্ট একটি টিজার।
Mimi Chakraborty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লালপাড় সাদা শাড়িতে সেজেগুজে ঢাক বাজাচ্ছিলেন মিমি চক্রবর্তী। সঙ্গে গাইছিলেন গান। দু'দিন আগেই এমন একটি ভিডিয়ো পোস্ট করে মিমি ক্যাপশানে লিখেছিলেন, 'এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই...আসছি নিয়ে আমাদের পুজোর গান...Stay tuned for more details'। তবে মিমির সেই ভিডিয়োতে কোনও শব্দই শুনতে পাননি তাঁর শ্রোতা বন্ধুরা। তা নিয়েই নেটপাড়ায় কিছু কম হাসি ঠাট্টা হয়নি। এবার তারই জবাব দিলেন তারকা সাংসদ। ওই ভিডিয়োটিতে কেন কোনও সাউন্ড শোনা যায়নি তারই রহস্যভেদ করেছেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন তাঁর গানের ভিডিয়োর ছোট্ট একটি টিজার।
বৃহস্পতিবার মিমি যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনিও ওই একই ভাবে শব্দবিহীন সেই ভিডিয়োটি দেখছেন। পরে বলেন, 'আপনারাও SOUND পাচ্ছেন না তো? পাবেন কী করে
কারণ পুরো গান আসতে অপেক্ষা আর কয়েকদিনের।' আর তাঁর কথা শেষ হওয়ার পরই দেখা যাচ্ছে মিমির পুজোর গানের অল্প একটু ঝলক। যেখানে হলুদ লেহেঙ্গায় সেজে ছুটে এসে একটি বনেদি বাড়ির বারান্দায় এসে দাঁড়াতে দেখা যায়। যে বাড়িতে পুজো চলছে। এই ভিডিয়োতে মিউজিক শোনা গেলেও বাকি গান শোনা যায়নি। পরে জানান, 'পুরো গানটার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।' পরে আরও একটি পোস্টারে মিমি জানিয়েছেন ২৪ সেপ্টেম্বর আসতে চলেছেন তাঁর পুজোর গান।
আরও পড়ুন-এ কী হল! গলা থেকে বেরোচ্ছে না শব্দ, মিমির গান শুনতে গিয়ে হতাশ শ্রোতা!
মিমির এই পোস্টের নিচেও বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, 'আমি ভাবলাম আমার ফোনটাই খারাপ হয়ে গেছে।', আরও একজন লিখেছেন, 'আমি প্রথমে বুঝতে পারছিলাম না, সকলকে জিগ্গেস করছিলাম সাউন্ড কেন আসছে না?' আবার অনেকেই বুঝেছেন ইচ্ছাকৃতভাবে প্রথমে শব্দহীন ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। আর তাই এক ব্যক্তির কমেন্ট, 'বাহ আইডিয়াটা বেশ ভালোই লাগল।' আবার মিমির এক অনুরাগী অভিনেত্রীকেই 'মা দুগ্গা' বলে ডেকে বসেছেন। লিখেছেন, 'তুমি কেমন আছো মা দুগ্গা, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসতে চাই।' এমন কমেন্ট দেখে মিমি আবার তার জবাবও দিয়েছেন, লিখেছেন, 'মা দুগ্গাকে আমরা সবাই ভালোবাসি'।
আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, গায়ে গয়না, ভবানীপুরের মল্লিক বাড়িতে সাবেকি সাজে কোয়েল
এদিকে দু'দিন আগে হলুদ লেহেঙ্গায় সেজে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেও ট্রোল হতে হয়েছে সাংসদ অভিনেত্রীকে। কারণ, ছবিতে মিমি যেভাবে দাঁড়িয়েছেন তাতে প্রতিমার মুখ ঢেকে গিয়েছে। অথচ ক্যাপশানে লিখেছেন 'মা আসছে'। এক নেটনাগরিকরা লেখেন, 'মা আসছেন বলে মাকেই ঢেকে দিলেন?', আরেকজন লেখেন, 'মা তো আসছেন, কিন্তু আপনি কী করছেন?' কেউ আবার কটাক্ষ করে লিখেছেন,'মাঝখানে দাঁড়িয়ে চারপাশে দশহাত দেখিয়ে কী বোঝাচ্ছেন আপনিই মা?' তবে সবাই যে সমালোচনা করেছেন এমনটাও নয়। নিন্দুকেরাই যাই বলুন না কেন, তাঁর বহু অনুরাগীই মিমির এই পোস্টের নিচে ভালোবাসা প্রকাশ করেছেন।