নিজস্ব প্রতিবেদন : একাধারে তিনি সাংসদ, আবার একাধারে অভিনেত্রী, আবার তিনি প্রশিক্ষিত গায়িকা। সবকিছুই সুন্দরভাবে সামলাচ্ছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই নিজের গাওয়া গানে বেশ কয়েকটি মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন মিমি। সম্প্রতি ফের একটা মিউজিক ভিডিয়োর শ্যুট করে ফেললেন মিমিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ের কয়েকটুকরো ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিমি। কিন্তু এবার কোথায় শ্যুট করতে গিয়েছিলেন মিমি? জানা যাচ্ছে, এবার মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ে মিমি গিয়েছিলেন মৌসুনি দ্বীপে (Mousuni Island)।  


আরও পড়ুন-Devlina Kumar-Gourab Chatterjee-র রিসেপশনে হাজির হয়েছিলেন Mimi, Ankush, Oindrila-রা





জানা যাচ্ছে, এবার মিমির গলায় শোনা যাবে একটি রবীন্দ্রসঙ্গীত। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে মিমি (Mimi Chakraborty) লিখেছিলেন, ''আপনারা কি অনুমান করতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি??? ৫ টি সঠিক উত্তর থেকে একজনকে আমি পাল্টা উত্তর দেব এবং আমার ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ করা হবে।'' ইনস্টাগ্রামে বেশকয়েকজন অনুরাগীর কমেন্টের উত্তরও দিয়েছেন মিমি। অনকেই উত্তরে মৌসুনি দ্বীপের কথা লিখেছেন।


আরও পড়ুন-বন্ধু, পরিবারের সঙ্গে Darjeeling বেড়াচ্ছেন Aparajita Adhya



আরও পড়ুন-Adventures of Jojo-র ক্ষুদে তারকা Jashojeet Banerjee-র জন্মদিনের সেলিব্রেশন



প্রসঙ্গত, এর আগেও একটি রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিয়ো প্রকাশ করেছিলেন মিমি। যেখানে মিমির গলায় শোনা গিয়েছিল মিমির গলায় 'আমার পরান যাহা চায়' গানটি। লকডাউনের ঠিক পরপর COVID-19-এর বিধিনিষেধ মেনে রাজারহাটে শ্যুট করেছিলেন মিমি (Mimi Chakraborty)। আর এবারও তিনি কোভিড নিয়ম বিধি মেনেই শ্যুট করলেন।