নিজস্ব প্রতিবেদন : লকডাউনের পর ইতিমধ্যে টলি পাড়ায় শ্যুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য় সরকার। ১০ জুন থেকেই শুরু হচ্ছে বাংলা ধারাবাহিক, সিনেমার শ্যুটিং। তবে সমস্ত শ্যুটিং অবশ্যই সতর্কতা মেনে করতে বলা হয়েছে। সরকারি নির্দেশিকা মেনেই শ্যুটিং শুরু করলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সিনেমার নয়, মিমি শ্যুটিং শুরু করেছেন তাঁর নতুন মিউজিক অ্যালবামের। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় 'শীঘ্রই আসছি' বলে একটি টিজার পোস্ট করেছেন মিমি। টিজারে রাখা 'গীতবিতান' ও মিমির গলায় 'আমার পরান যাহা চায়'-এর লাইনগুলো শুনেই বোঝা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরই এই মিউজিক অ্যালবামটি বানাচ্ছেন মিমি। যেখানে কালো শাড়ি ও গিটারে দেখা গিয়েছে মিমিকে।


আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হল না সোনু সুদকে! কী বললেন অভিনেতা?




আরও পড়ুন-ফ্রিজ থেকে বের করে চুপিচুপি চকোলেটে মজলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী


জানা যাচ্ছে, রাজারহাট সংলগ্ন এলাকাতেই এই অ্যালবামটির জন্য শ্যুটিং করেছেন মিমি চক্রবর্তী। তবে সতর্কতা মেনে অল্প সংখ্যক লোক নিয়েই হয়েছে শ্যুটিং। আগামী সপ্তাহেই মুক্তি পেতে পারে মিমি চক্রবর্তীর এই মিউজিক অ্যালবামটি। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে তিনটি হিন্দি গানের সিঙ্গলস বের করেছেন মিমি।