নিজস্ব প্রতিনিধি: একই সময়ের দুই অভিনেত্রী মানেই তাঁদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, সিনে জগতে এটাই স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে দুই অভিনেত্রীর ভালো বন্ধু হয়ে ওঠার গল্পও শোনা যায় টলিপাড়ায় কিন্তু দুই অভিনেত্রীর বোন হয়ে ওঠার গল্প প্রায় বিরল। সেরকমই টলিউডের বিরল দুই নায়িকা বোন নুসরত জাহান(Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। তাঁরা একে অপরকে বোনুয়া বলে ডাকেন। তাঁদের সম্পর্কও দুই বোনের মতোই। বোনের মতো নুসরতের বিয়েতে সবসময় তাঁর পাশে ছিলেন মিমি। কিন্তু এরপর যখন নুসরতের স্বামী নিখিলের সঙ্গে তাঁর সংঘাত বাঁধে, নুসরত গর্ভবতী হন তখন খুব আশ্চর্যভাবেই মিমিকে আর নুসরতের পাশে দেখা যায়নি। একবারও তিনি বোনুয়ার সঙ্গে দেখাও করতে যাননি। শুধুমাত্র 'সোশ্যাল মিডিয়া'তেই যোগাযোগ করেন নুসরতের সঙ্গে। এখান থেকে শুরু হয় জল্পনা। তাহলে কি দুই বোনের মধ্য়ে সংঘাত দেখা গিয়েছে? নেটদুনিয়ায় হাজারও প্রশ্ন ওঠে। কিন্তু এ বিষয়ে বরাবরই চুপ থেকেছেন দুজনেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'ট্রোলারদের পাত্তা দিই না', ভুয়ো ভ্যাকসিন প্রসঙ্গে অকপট Mimi Chakraborty


মঙ্গলবার থেকে আবারও শ্যুটিং ফ্লোরে ফিরলেন মিমি চক্রবর্তী। অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে দেখা যাবে তাঁকে। শ্যুটিংয়ের মাঝেই তাঁকে বোনুয়া নুসরতকে নিয়ে প্রশ্ন করায় তিনি জি ২৪ ঘন্টা ডিজিটালকে জানান,'এটা নুসরতের জীবনের সেরা সময় চলছে। আমাদের দুজনের সম্পর্ক বলা কওয়ার উর্দ্ধে। আমি কোনও মিডিয়ায় আমাদের সম্পর্কের খতিয়ান দিতে চাই না। মিমি নুসরতের খবর ছেপে মিডিয়া মুনাফা তুলছে কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে কেউ কিছুই জানে না।'এক কথায় নুসরত ও তাঁর সম্পর্কের যাবতীয় জল্পনাই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।