করোনার প্রকোপ: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে `হার্বাল টি` বানাতে শেখাচ্ছেন মিমি
হার্বাল টি বানানোর রেসিপি শেয়ার করছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন সংকটে। তবে এই ভাইরাস থেকে বাঁচতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই প্রয়োজন বলে বারবার বলছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে হার্বাল টি বানানোর রেসিপি শেয়ার করছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
কিন্তু কীভাবে বানাবেন এই 'হার্বাল টি'?
মিমির বলছেন, ''পরিমান মতো গরম জলে পুদিনা পাতা, তুলসী পাতা, ছোট চামচের এক চামচ হলুদ, ছোট্ট একটি কমলা লেবুর খোসা দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিন। যদি জবা ফুলের চা বাড়িতে থাকে তাহলে সেটা মেশাতে পারেন, তবে না থাকলে দরকার নেই। চাইলে এর মধ্যে অল্প একটু গ্রিন টিও দিতে পারেন। ব্যাস, হার্বাল টি তৈরি। কেউ মিষ্টি পছন্দ করলে অল্প মধু মেশাতে পারেন, আবার গোল মরিচ পছন্দ করতে সেটাও দিতে পারেন।''
দেখুন মিমি কীভাবে এই হার্বাল টি বানালেন...
প্রসঙ্গত, লন্ডন থেকে ফেরার পর গৃহবন্দি রয়েছেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। গৃহবন্দি থাকার জন্যই এই মুহূর্ত বাড়ির সদস্যরা তাঁকে রান্নাঘরেও ঢুকতে দিচ্ছে না বলেই জানান মিমি।