নিজস্ব প্রতিবেদন: মিঠুন চক্রবর্তীর ভক্তদের জন্য সুখবর। ফের একবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। বহুদিন হল অসুস্থতার কারণেই রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ফের তিনি অভিনয়ে ফিরতে চলেছেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সহজ পাঠের গপ্পো' খ্যাত পরিচালক মানস মুকুল পালের আগামী ছবিতে দেখা যাবে পর্দার 'ডিস্কো ডান্সার'কে। স্বাধীনতা সংগ্রামী দীনেশগুপ্তের বায়োপিক বানাচ্ছেন পরিচালক মানস মুকুল পাল। এখবর বহুদিন আগেই Zee ২৪ ঘণ্টা ডিজিট্যালকে জানিয়েছিলেন পরিচালক। সেই বায়োপিকেই দেখা যাবে বাংলার 'মিঠুনদা' কে। তবে ঠিক কোন ভূমিকায় অভিনেতাকে দেখা যাবে তা অবশ্য গোপনই রেখেছেন পরিচালক।



পরিচালক মানস মুকুল পাল এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, '' মিঠুনদার চরিত্রে নাম কী তা এখনই বলতে চাইছি না, তবে এটুকু বলতে পারি উনি এমন একটা চরিত্র করছেন যাঁর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। কিন্তু তাঁর নাম আমরা প্রায় কেউই জানি না। স্বাধীনতা সংগ্রামে এই চরিত্রের কী অবদান রয়েছে, সেগুলো জানা তো পরের কথা, আমরা হয়তো তাঁর নামই জানি না। তবে তাঁর এই চরিত্রটা এক্কেবারেই রিয়েল লাইফ চরিত্র। কিছুদিন আগেই মুম্বইতে গিয়ে মিঠুনদাকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছি। উনি ছবিটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।''


আরও পড়ুন-অরিন্দম শীলের হাত ধরে বাংলা সিনেমায় 'ডেবিউ' হচ্ছে 'মিতিন মাসি'র



তাঁর এই ছবিতে তাঁরই আবিষ্কার 'সহজ পাঠের গপ্পো'র 'ছোটু' ও 'গোপাল' (নুর ইসলাম, সামিউল আলম) কে দেখা যাবে কিনা এ প্রশ্নের উত্তরে অবশ্য মানস মুকুল জানিয়েছেন, ''না, এই ছবিতে নুর ও সামিউল থাকছে না। তবে তাঁদের মতোই এই ছবিতেও বহু নতুন মুখ-কে দেখতে পাবেন দর্শক।''


দীনেশ গুপ্তের বায়োপিকে ক্যামেরা, সম্পাদনা সবক্ষেত্রে সহজ পাঠের গপ্পোর-র পুরনো টিম কাজ করবে কি? এর উত্তরে পরিচালক জানান, ''এখনও কিছু ফাইনাল হয়নি। তবে মুম্বইয়ের কিছু টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন।''


আরও পড়ুন-স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তের বায়োপিক বানাচ্ছেন মানস মুকুল পাল