নিজস্ব প্রতিবেদন: কেউ লাল রঙের বেনারসীত সেজে, আবার কেউ লাল পাড় গরদের শাড়িতে আবার কেউ সবুজ রঙের শাড়িতে, পুজোর আগে যেন নতুন রূপে দর্শকদের সামনে হাজির হলেন টলিউডের ৩ নায়িকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিমি, নুসরত এবং শুভশ্রীর সেই রূপ প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়। কি অবাক লাগছে তো শুনতে? ভাবছেন শুভশ্রীর সঙ্গে মিমি কিভাবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​তাঁর প্রাক্তনকে কেন জড়িয়ে ধরলেন অভিষেক? স্বামীর উপর বেজায় চটলেন ঐশ্বর্য!
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি একটি সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিং করেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই বিজ্ঞাপনেই একসঙ্গে হাজির হন মিমি, নুসরত এবং শুভশ্রী। টলিউডের এই ৩ নায়িকার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁদের ভক্তরা উচ্ছ্বিসত হয়ে ওঠেন।
দেখুন সেই ভিডিয়ো...




সম্প্রতি মুক্তি পায় রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজ-ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'পরিণীতা' দর্শকদের ভালবাসা কুড়িয়ে নিতে নিতেই এবার প্রকাশ্যে এল শুভশ্রীর অন্য এক রূপ। রাজ-ঘরণীর সঙ্গে তাল মিলিয়ে এই ভিডিয়োতে দেখা যায় নুসরত জাহান এবং মিম চক্রবর্তীকেও।