নিজস্ব প্রতিবেদন : গত ১৩ জানুয়ারি মেয়ে মুসকান আলীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মীর (Mir Afsar Ali)। যার ক্যাপশানে লেখেন, 'Aankhon Ka Tara...' আর এই ছবি দেখেই জনপ্রিয় সঞ্চালক, কৌতুক শিল্পী তথা অভিনেতার এই পোস্টের নিজে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। তার মধ্যেই মীরের নজরে পড়ে সায়ক গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তির কমেন্ট। যিনি কিনা সরাসরি মীরের কাছ থেকে তাঁর মেয়ের ফোন নম্বরই চেয়ে বসেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুঝুন কাণ্ড...


তবে ওই ব্যক্তিকে পাল্টা উত্তর দিতেও ভোলেননি মীর। উত্তরে তিনি সায়ক গঙ্গোপাধ্যায়-কে যা লিখেছেন তা পড়ে কিন্তু আপনিও না হেসে পারবেন না। মীর ওই ব্যক্তির কাছে পাল্টা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্মের প্রমাণপত্র সহ আরও অনেক ফিরিস্তিই চেয়ে বসেছেন। দেখুন ঠিক কী লিখেছেন মীর...


আরও পড়ুন-উবর-এ উঠে ভয়ঙ্কর অভিজ্ঞতা সোনমের, অভিযোগ জানিয়েও মিলল না সাহায্য



আরও পড়ুন-ছেলেবেলা কেটেছে মুম্বইতে, পুরনো সেই বাড়িতে মায়ের জন্মদিন পালন করলেন দেব, মাকে কেকের ক্রিম লাগাতে গিয়ে জোর বকুনি খেলেন অভিনেতা


মীরের এমন উত্তরের স্ক্রিন শট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তারকা সন্তানদের নানান ধরনের আক্রমণ, সমালোচনা, কটু কথায় শিকার হওয়ার ঘটনা নতুন নয়। তবে  এধরনের মন্তব্যের কেউ জবাব দেন, কেউ আবার এগুলি এড়িয়ে চলতেই পছন্দ করেন।