সন্তানকে স্তন্যপান করানো নিয়ে কী বললেন শাহিদপত্নী মীরা?
সম্প্রতি `জুম টিভি` কে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তানকে স্তন্যপান করানোর গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন মীরা রাজপুত।
নিজস্ব প্রতিবেদন : গত ৫ সেপ্টেম্বর শাহিদ কাপুর ও মীরা রাজপুত কাপুরের জীবনে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। নাম রাখা হয়েছে জৈন কাপুর। তবে এবার আর মা হওয়ার অভিজ্ঞতা মীরার কাছে নতুন নয়, তাই দ্বিতীয় সন্তান জৈন কাপুরকে বড় করার ক্ষেত্রে অনেকটাই সাবলীল মীরা। সম্প্রতি 'জুম টিভি' কে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তানকে স্তন্যপান করানোর গুরুত্ব নিয়ে মুখ খুলেছেন মীরা রাজপুত।
মীরা বলেন, ''সন্তানকে স্তন্যপান করানো কতটা গুরুত্বপূর্ণ এবিষয়ে আমি আগেও মিশার সময়েও কথা বলেছি। আমি মিশার ক্ষেত্রে যেভাবে এই দায়িত্ব পালন করে এসেছি, একইভাবে জৈনের ক্ষেত্রেও এই দায়িত্ব পালন করব। এটা প্রত্যেক মায়ের কাছেই সন্তানকে দেওয়ার জন্য এক অসামান্য উপহার। ''
আরও পড়ুন-'প্রাক্তন' এর নকলেই তৈরি 'জলেবি'?
আরও পড়ুন-স্বরা 'যৌনকর্মী', বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক পরিচালক
মীরার কথায়, ''আমার মনে হয় একজন সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়ের সবসময় হাসিখুশি, আনন্দে থাকা উচিত।পাশাপাশি এই সময় মায়েরা তখনই ঘুমোতে পারে, যখন সন্তান তাঁকে ঘুমোতে দেয়, মায়ের সব অভ্যাসই সন্তানের সময় মতোই করে গড়ে ওঠে। এছাড়া এই সময়টা বিশেষ করে যখন একটি বাচ্চা আপনার সঙ্গে ইতিমধ্যেই রয়েছে তখন দুজনের মধ্যে অবশ্যই সামঞ্জস্য রাখা উচিত। এই সময়টা সবকিছুর মধ্যে ভারসাম্য রাখা উচিত, যখন এতদিন কোনও শিশু যে আপনার নয়নের মণি হয়ে বড় হচ্ছিল, অন্য জন এসে পড়ায় সে যেন কোনওভাবেই অবহেলিত না হয়, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। ''
এদিকে বাড়িতে সদ্য আসা নাতির কথা বলতে গিয়ে শাহিদের মা নীলিমা আজিম বলেন, '' শাহিদ ও মীরার পরিবার এতদিনে সম্পূর্ণ হয়েছে। আমার কাছেও এটা জীবনের অন্যতম সেরা সময়, মিশা যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকেই ও আমার প্রাণ, এখন এটার সঙ্গে জৈনও যুক্ত হল, সেও খুব সুন্দর একটি শিশু, ওকেও দেখতে বেশ সুন্দর হয়েছে। ও বড় হয়ে বাবা এবং কাকার মতোই হ্যান্ডসাম হয়ে উঠবে। ''
আরও পড়ুন-শাহরুখ গৌরী সম্পর্কে কেন এমন কথা বললেন সলমন?
নীলিমা বলেন, মিশার জন্মের সময় থেকেই ঠিক ছিল যে জৈন আসবে। ঠিকই করা হয় মেয়ে হলে শাহিদও মীরার নাম মিলিয়ে মিশা রাখা হবে। আর যদি ছেলে হয় তো জৈন নাম রাখা হবে। আমি শাহিদকে অনেক আগেই বলেছিলাম যে আমার ৪টে নাম ভীষণ পছন্দ সেটা হল শাহিদ, ঈশান, জৈন ও কামরান। এই মুহূর্তে মীরা আমাদের পরিবারের সবথেকে সেরা মানুষ, ও আমাকে নাতি, নাতনির আনন্দ দিয়েছে। প্রসঙ্গত, শোনা যাচ্ছে মিশা কাপুরকে নাচ শেখানোর দায়িত্বও নিয়েছেন শাহিদের মা নীলিমা আজিম।