নিজস্ব প্রতিবেদন: বিগত কয়েক সপ্তাহ ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে মিঠাই আর গাঁটছড়ার মধ্যে। কিন্তু খুব অল্প নম্বরের ব্যবধানেই বারবার প্রথমস্থান হাতছাড়া হচ্ছিল মিঠাইয়ের। গাঁটছড়া শুরু হওয়ার আগে টানা দশ মাস যে ধারাবাহিক জনপ্রিয়তার নিরিখে ছিল শীর্ষ। সেই ধারাবাহিক জায়গা পাচ্ছিল কখন দ্বিতীয় কখনও বা তৃতীয় স্থানে। তবে গত কয়েকটি পর্বে ওমি আর পিসেমশাইয়ের পর্দা ফাঁস করেছিল মিঠাই আর সিদ্ধার্থ। সেই পর্ব যে দর্শক পছন্দ করছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। তারই প্রতিফলনে এই সপ্তাহের সেরা ধারাবাহিক মিঠাই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। মিঠাইয়ের থেকে তার নম্বরের ব্যবধান প্রায় অনেকটাই। তবে চমক রয়েছে তৃতীয় স্থানে। মাত্র ০.১ নম্বর কম পেয়ে মন ফাগুন রয়েছে তৃতীয় স্থানে। বিগত কয়েকটি সপ্তাহে সে অর্থে ভালো টিআরপি ছিল না মনফাগুনের। এমনকী শোনা গিয়েছিল বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকও। কিন্তু সেই সব কথা মিথ্যে করে টপার্স তালিকায় জায়গা করেন নিয়েছে ঋষি পিহুর প্রেম কাহিনী। 


প্রথম-  মিঠাই (৮.৩)
দ্বিতীয়- গাঁটছড়া (৭.৭)
তৃতীয়- মন ফাগুন (৭.৬)
চতুর্থ-  আলতা ফড়িং (৭.৪)
            ধুলোকণা (৭.৪)
পঞ্চম- গৌরী এলো (৭.২)


আরও পড়ুন: Mahima Chaudhry: ক্যানসারে আক্রান্ত মহিমা চৌধুরী, অসুখের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী


ষষ্ঠ-     লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)
 সপ্তম- উমা (৫.৯)
           অনুরাগের ছোঁয়া (৫.৯)
         এই পথ যদি না শেষ হয় (৫.৯)
অষ্টম- আয় তবে সহচরী (৫.৭)
নবম- খেলনা বাড়ি (৫.৫)
দশম- লালকুঠি (৫.৩)


অন্যদিকে গত সপ্তাহে ছিটকে গেলেও এই সপ্তাহে সেরা দশে জায়গা করে নিয়েছে রাহুল রুকমার লালকুঠি। 


আরও পড়ুন: Raj Chakraborty : লখনউ-এর মতো বাস্তব ঘটনা নিয়েই 'হাবজি গাবজি' বানিয়েছি, বললেন রাজ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)