নিজস্ব প্রতিবেদন: পুজো একেবারে দোরগোড়ায়। শপিং শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ। ভিড় বাড়ছে চারিদিকে। এবার পুজোর ফ্যাশন কী, পুজোর দিনগুলোয় তারকাদের স্ট্যাইল স্টেটমেন্টই বা কী? শুধুই কী শ্যুটিং, আউটডোর নাকি চারটে দিন সব বাদ, শুধুই পরিবার?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই সব প্রশ্নের উত্তর দিলেন মিথিলা (Rafiath Rashid Mithila)। বাংলাদেশ নয় এবার কলকাতায় পুজো কাটাবেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলার পুজোর নস্ট্যালজিয়া থেকে পুজোর ফ্যাশান নিয়ে দারুণ এক্সাইটেড অভিনেত্রী। এবারের কলকাতার পুজোর জন্য বিশেষ ঢাকাই জামদানী তুলে রেখেছেন মিথিলা। ছোটবেলায় দেশের সিদ্ধেশ্বরী মন্দিরের দুর্গাপুজোর স্মৃতি থেকে কলকাতার উৎসবের গ্যাঞ্জার, সবই এবার পরিবার নিয়ে উপভোগ করতে চান সৃজিত ঘরণী। 



আরও পড়ুন:Srabanti Chatterjee: ‘ছবি না দিলে কি ভ্যাকসিন কাজ করবে না?’ টিকা নেওয়ার ছবি দিয়ে ট্রোলড নায়িকা


ইতিমধ্যেই প্রথম টলিউডে দুটি ছবির কাজ করছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ ছবিতে মিথিলার লুক দেখে রীতিমত চমকে গেছে দু বাংলার দর্শক। তবে আপাতত কাজে মন দিয়েছেন তিনি, চুটিয়ে কাজ করছেন নায়িকা। তাঁর পুজোর প্ল্যানও ইতিমধ্যেই কষ ফেলেছেন অভিনেত্রী। পুজোর ফ্যাশান নিয়ে শ্যুটিং ফ্লোরে নানা ভঙ্গিমায় জি ২৪ঘণ্টার ক্যামেরায় পোজ দিলেন মিথিলা। আগাম শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীদেরও।




(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)