জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ তাঁকে দেখা গিয়েছিল দেবের সঙ্গে প্রজাপতি ছবিতে। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি, এমনকী তাঁকে নিয়ে উঠেছিল অনেক কথা। তবে তিনি জবাব দিয়েছেন দর্শকের মারফত। তিনি মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এখনও বলিউড থেকে টলিউডে তিনি সমানভাবে জনপ্রিয়। ফের বড়দিনে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার দেবের সঙ্গে নয়, একেবারে তাঁর বিপরীতে। একদিকে মুক্তি পাচ্ছে দেবের(Dev) ‘প্রধান’(Pradhan), তো অন্যদিকে আসছে মিঠুনের ছবি ‘কাবুলিওয়ালা’(Kabuliwala)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে প্রধাণের পোস্টার, এবার শিশুদিবসে নস্টালজিয়া উসকে প্রকাশ পেল ‘কাবুলিওয়ালা’-র পোস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Kharaj Mukherjee: ‘সন্মান নয় সম্মান! বানানটা ঠিক করতে হবে’ ভুল ধরিয়ে মহাবিপাকে খরাজ...


পোস্টারে মধ্য বয়স্ক আফগানের সাজ পোশাকে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে, তাঁর সঙ্গে রয়েছে ছোট্ট মিনি। কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। ছবির পরিচালকের আসনে সুমন ঘোষ। সংগীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এছাড়াও সিনেমায় মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।



রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় ছোটগল্প ‘কাবুলিওয়ালা’। এমনকী এই ছোটগল্প সিনেমার পরিচালকদেরও অন্যতম পছন্দ। তাই তো বারংবার এই ছোটগল্প নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করেন পরিচালকেরা। বাংলাতে কিংবদন্তি ছবি বিশ্বাস এবং হিন্দিতে আইকনিক বলরাজ সাহানিকে বহু বছর আগে দেখা গিয়েছিল কাবুলিওয়ালার চরিত্রে। এরপর এই ক্লাসিক চরিত্রে দেখা গিয়েছিল ড্যানি ডেনজংপাকেও। আর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কালজয়ী ছোটগল্পে কাবুলিওয়ালার চরিত্রে মিঠুন চক্রবর্তী। তবে গল্পে রয়েছে টুইস্ট।


আরও পড়ুন- Tiger 3: দু’দিনেই ১০০ কোটি, বক্স অফিসে নতুন রেকর্ড ভাইজানের...


১৯৬৫ সালের প্রেক্ষাপটে এই ছবির গল্প কাবুলিওয়ালার থেকে খানিক আলাদা। ছবিতে মিনির মা বাবার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়কে। কেন ১৯৬৫ সাল? সে ব্যাপারে অবশ্য মুখ খোলেননি পরিচালক। এমনকী কে হচ্ছে মিনি, তাও জানা যায়নি। সুমনের কথায়, 'আমার কাছে কাবুলিওয়ালা একটা প্রেমের গল্প। আর এই সময়ের জন্য তো ভীষণই প্রাসঙ্গিক। ধর্ম, জাতি, ভাষা সব কিছুকে ছাপিয়ে গিয়ে রহমত আর মিনির মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল তার মধ্যে একটা মানবিকতার বার্তা আছে। পৃথিবীর এখন যা অবস্থা তাতে এই গল্পটা আবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে।' প্রায় ১৩১  বছর আগে ১৮৯২  সালে লেখা হয়েছিল এই গল্প। দশকের পর দশক ধরে কাবুলিওয়ালা গল্পটি অনেক পরিচালক ও গল্পকারকেই অনুপ্রাণিত করেছে। এবার সেই গল্প নিয়েই ছবি বানিয়েছেন সুমন ঘোষ।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)