`টয়লেট`-এর ট্রেলর দেখে খুশি মোদী, ধন্যবাদ জানালেন অক্ষয়
`টয়লেট এক প্রেম কথা`, রবিবার রিলিজ হয়েছিল এই বলিউড ছবির ট্রেলর। ২৪ ঘন্টাও কাটেনি, `টয়লেট`-এর ট্রেলরের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবির জন্য শুভেচ্ছা বার্তাও পাঠালেন তিনি। সুপারস্টার অক্ষয় কুমার এবং অভিনেত্রী ভূমি অভিনীত এই ছবির ট্রেলর দেখে খুশি প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, `ভালো প্রচেষ্টা। ১২৫ কোটি ভারতবাসীকে একসঙ্গে কাজ করতে হবে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে`। প্রধানমন্ত্রীর এই টুইটে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী ভূমি। নরেন্দ্র মোদীর টুইটের প্রতিবার্তায় অক্ষয় এবং ভূমি দুজনেই পাল্টা টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। টুইটে অক্ষয় লেখেন, `সম্মানীয় স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা সাফল্য পাবো। মানুষের মাইন্ডসেট পরিবর্তন করতে আমরা চেষ্টা করব`। টুইট করেছেন ভূমিও। তিনি লেখেন, `এমন একটা কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত। আপনার (প্রধানমন্ত্রী) সহায়তার জন্য ধন্যবাদ`।
ওয়েব ডেস্ক: 'টয়লেট এক প্রেম কথা', রবিবার রিলিজ হয়েছিল এই বলিউড ছবির ট্রেলর। ২৪ ঘন্টাও কাটেনি, 'টয়লেট'-এর ট্রেলরের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবির জন্য শুভেচ্ছা বার্তাও পাঠালেন তিনি। সুপারস্টার অক্ষয় কুমার এবং অভিনেত্রী ভূমি অভিনীত এই ছবির ট্রেলর দেখে খুশি প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "ভালো প্রচেষ্টা। ১২৫ কোটি ভারতবাসীকে একসঙ্গে কাজ করতে হবে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে"। প্রধানমন্ত্রীর এই টুইটে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী ভূমি। নরেন্দ্র মোদীর টুইটের প্রতিবার্তায় অক্ষয় এবং ভূমি দুজনেই পাল্টা টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। টুইটে অক্ষয় লেখেন, "সম্মানীয় স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা সাফল্য পাবো। মানুষের মাইন্ডসেট পরিবর্তন করতে আমরা চেষ্টা করব"। টুইট করেছেন ভূমিও। তিনি লেখেন, "এমন একটা কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত। আপনার (প্রধানমন্ত্রী) সহায়তার জন্য ধন্যবাদ"।