Gurmeet Choudhary, Debina Bonnerjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বুকে আঁটা টিউব টপ, সঙ্গে থাই হাই কালো নেটের মোজা, আর টিউব টপের উপর দিয়ে আলগোছে গলানো লম্বা সাদা শার্ট যেন কাঁধ থেকে খসে পড়ছে। পায়ে পেনসিল হিল। পূর্ণা গর্ভাবস্থায় বেবি বাম্প নিয়ে এভাবেই ফটোশ্যুট করলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার মা হয়ে ওঠার আগে আরও একবার মেটারনিটি শ্যুট করেছেন দেবিনা। সোশ্যালে উঠে এসেছে সেই ভিডিয়ো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেবি বাম্প নিয়ে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন, আর তাঁর উপর তাক করে রাখা একাধিক ক্যামেরা বারবার ঝলসে উঠছে। সোশ্যালে মেটিরনিটি শ্য়ুটের ভিডিয়ো পোস্ট করে দেবিনা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আশ্বর্যজনক এই মুহূর্ত ধরে রাখা হচ্ছে।' যদিও দেবিনার এই মেটারনিটি শ্য়ুট পছন্দ হয়নি নেটপাড়ার বহু নীতি পুলিসের। ভারতীয় সংস্কৃতির ধ্বজা তুলে কেউ লিখেছেন, 'দেবী এটা মোটেও ভালো নয়, এসব পাশ্চাত্যে হয়, তার মানে এই নয় যে আমরাও করব!' কেউ লিখেছেন, 'ছিঃ তুমি তো ভারতীয় নারী, মার্কিনি নও, এধরনের ভিডিয়ো বাড়িতে রাখো, সকলকে কেন দেখাচ্ছো?।'  কারোর কথায়, 'উন্মুক্ত পেট দেখানোর এই ট্রেন্ড খুবই বিরক্তিকর। মাতৃত্ব সুন্দর, সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে প্রার্থনা করুন। হাই হিল পরে ফটোশ্যুট!'


আরও পড়ুন-কঠিন সময়ের সঙ্গে লড়াইয়ের মন্ত্র কী? শাহরুখ বললেন...





আরও পড়ুন-রাত পোহালেই বিয়ে, পলকের গায়ে হলুদে স্মৃতি মন্ধনা, মেহেন্দিতে জ্যাকি শ্রফ...


এর আগে ধূসর রঙের রাফল গাউন পরে ফটোশ্যুট করেছিলেন দেবিনা, লিখেছিলেন, 'যে জাদু করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে তাঁকে আলিঙ্গন করুন। কারণ, আমি বিশ্বাস করি, তোমার জন্যই এই অলৌকিক কিছু ঘটতে চলেছে।'


প্রসঙ্গত, মেয়ের ৪ মাসের মাথায় গত অগস্টে দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। মা হওয়ার ঠিক পরপরই আবারও দেবিনার মা হওয়ার খবরে অবাক হয়ে যান অনেকেই। ইউএসজির রিপোর্ট হাতে দেবিনা লেখেন, 'কিছু সিদ্ধান্ত ঈশ্বর প্রদত্ত, কেউ সেই সিদ্ধান্তের সময় বদলাতে পারে না। এটা সেরকমই এক আশীর্বাদ। আমাদের পরিপূর্ণ করতে সে আসছে।'  গুরমীত জানিয়েছিলেন, 'প্রথম সন্তান লিয়ানার জন্ম, মোটেও সহজ ছিল না। 'সন্তানের জন্য গত ৪-৫ বছর ধরে আমরা চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করছিলাম।' কিন্তু সন্তানসুখ মেলেনি। দেবিনার কথায়, 'প্রত্যেক মাসেই সন্তান আসার অপেক্ষা করতাম, কিন্তু প্রত্যেকবারই হতাশ হতে হত। অগত্যা, IVF-এর সাহায্য নিতে হয়েছিল।' অবশেষে গত এপ্রিলে মেয়ে মা-বাবা হন দেবিনা-গুরমীত। নাম রাখেন লিয়ানা। হঠাৎ করে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া প্রসঙ্গে দেবিনা বলেন, 'যেটার জন্য এত বছর অপেক্ষা করেছি, শেষপর্যন্ত IVF-এর দ্বারস্থ হতে হয়েছে, সেটা কখনও স্বাভাবিকভাবেই সম্ভব হবে ভাবিনি।' 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)