Palak Muchhal : রাত পোহালেই বিয়ে, পলকের গায়ে হলুদে স্মৃতি মন্ধনা, মেহেন্দিতে জ্যাকি শ্রফ...

| Nov 05, 2022, 17:01 PM IST
1/11

গায়ে হলুদের অনুষ্ঠানে পলক

রাত পোহালেই বিয়ে, শনিবার মুম্বইয়ে হয়ে গেল সঙ্গীতশিল্পী পলক মুচ্ছলের গায়ে হলুদের অনুষ্ঠান। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। গায়ে হলুদে ফুলের সাজে সেজে উঠেছিলেন পলক।

2/11

নীল লেহেঙ্গা চোলিতে পলক

শুক্রবার মুম্বইয়ে আয়োজিত হয় পলক মুচ্ছলের মেহেন্দি অনুষ্ঠান, এই বিশেষ দিনে নীল লেহেঙ্গা-চোলি আর সিলভার জুয়েলারিতে সেজেছিলেন গায়িকা। 

3/11

পলকের গায়ে হলুদে স্মৃতি

পলকের গায়ে হলুদের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন ক্রিকেটার স্মৃতি মন্ধনা। স্মৃতির সঙ্গে পলকের বন্ধুত্ব বহু পুরনো। 

4/11

মায়ের সঙ্গে পলক

মেহেন্দির দিন মায়ের সঙ্গে লেন্সবন্দি পলকের মুচ্ছল। এদিন বেশ গর্জাস দেখাচ্ছিল পলককে। 

5/11

ভাইয়ের সঙ্গে পলক

মেহেন্দি অনুষ্ঠানে ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে পলক মুচ্ছল। 

6/11

স্মৃতি মন্ধনা ও পলক

পলক মুচ্ছলের মেহেন্দি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনা। 

7/11

পলকের মেহেন্দিকে জ্যাকি শ্রফ

পলকের মেহেন্দিতে তাঁকে আশীর্বাদ করতে পৌঁছেছিলেন জ্যাকি শ্রফ। অভিনেতাকেও নিজের হাতে মেহেন্দি করতে দেখা যায়। 

8/11

মেহেন্দি

তখন পলকের হাতে ও পায়ে মেহেন্দি আঁকা চলছে...

9/11

সঙ্গে বাবা-মা ও ভাই

মেহেন্দি অনুষ্ঠানে বাবা-মা আর ভাইয়ের সঙ্গে সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল। 

10/11

মিঠুনের সঙ্গে বিয়ে

৬ নভেম্বর, রবিবার সঙ্গীত পরিচালক মিঠুনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পলক মুচ্ছল।

11/11

অ্যরেঞ্জ ম্যারেজ

২০১৩ সালে আশিকি-২ ছবিতে একে অপরের সঙ্গে প্রথম কাজ করেছিলেন পলক ও মিঠুন। মিঠুনের সুরে এবং পলকের গাওয়া আশিকি-২-র গানগুলি সুপারহিট ছিল। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সেই ছবিও ছিল হিট। আশিকি-২ তে কাজের সূত্রেই আলাপ পলক ও মিঠুনের। নাহ, প্রেমটা কিন্তু হয়নি। 'কাহানি মে টুইস্ট হ্যায়।' ঘনিষ্ট সূত্রে খবর, পলক মুচ্ছল ও মিঠুনের বিয়ে ঠিক করেছে দুই শিল্পীর পরিবার। একপ্রকার এটাকে অ্যরেঞ্জ ম্যারেজ বললে ভুল হয় না।