জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ অক্টোবর, ২০১৪, মহাষ্টমীর দিনে বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি দ্বিতল ভবনে একটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা পুলিসকে খবর দিলে পুলিস দ্রুত ব্যবস্থা নেয়। পুলিস এসে হাজির হলে সেই বিল্ডিংয়ের ভেতরে থাকা দুই মহিলা তাদের প্রবেশে বাধা দেয়, ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং বেশ কিছু নথিপত্রও নষ্ট করে দেয়। তাদের গ্রেফতার করা হয় এবং পুলিস ওই বাড়িতে ৫০টির বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে। খাগড়াগড় বিস্ফোরন কাণ্ড, পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা,  যা এই বাংলায় প্রবল প্রভাব ফেলে। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় সেই ঘটনা উঠে আসতে চলেছে বড়পর্দায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Prabhat Roy | Datta: ‘দত্তা’র ৫০ দিনের উদযাপন, বিজলীতে পা রেখে আবেগে ভাসলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়...


পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’। প্রথমবার এই ছবিতে জুটি বাঁধবেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এছাড়াও অনেকদিন পর বাংলা ছবিতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির টিজার পোস্টার। বেআইনি বিস্ফোরণ, সন্ত্রাসমূলক কাণ্ডের পরিকল্পনা, পশ্চিমবঙ্গ, দঙ্গিহানা, গ্রেফতার, বদলা, সংশোধনাগার সহ বেশ কিছু শব্দ দিয়ে তৈরি করা হয়েছে একটি মুখের আদল।